ধোনিকে কুকুর বললেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার! সোশ্যাল মিডিয়ায় তাকে ধুয়ে দিলেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা খুবই আবেগপ্রবণ। তিনি ভারতীয় দলের (Team India) অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বহুদিন আগে। শেষবার ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন ২০১৯ সালে। তারপর থেকে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি গায়ে আইপিএলের (IPL) মঞ্চেই তাকে দেখা যায়। কিন্তু তাকে নিয়ে আবেগ বিন্দুমাত্র কমেনি ভারতীয় সমর্থকদের মধ্যে। সাম্প্রতিক একটি ঘটনা সেটা আবার প্রমাণ করলো।

সম্প্রতি চেন্নাই সুপার কিংস দল নিজেদের পুরো স্কোয়াডের বেশিরভাগ মেম্বারকে নিয়ে পুরোদমে অনুশীলন করে চলেছে। নিজেদের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচও খেলছে তারা। মহেন্দ্র সিংহ ধোনিকে বিশাল বিশাল ছক্কা মারতেও দেখা গিয়েছে। ওই অনুশীলন ম্যাচগুলো দেখতেও ভিড় জমাচ্ছেন বিশাল সংখ্যক দর্শক।

সম্প্রতি সিএসকে সোশ্যাল মিডিয়া টিম একটি ভিডিও শেয়ার করেছিল মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্কে যেখানে দেখা যাচ্ছে মাহি ব্যাট হাতে নামার সময়ই গ্যালারিতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ব্যাপারটি দেখে অভিভূত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার স্কট স্টাইরিশ। তিনি ওই দুইট করে একটি মন্তব্য করেন কিন্তু তিনি ভালোর জন্য মন্তব্যটি করলেও ধোনির ভক্তরা সেই মন্তব্য দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

স্টাইরিশ সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “still the big dog around town”। কথাটি একটি ইংরেজি প্রবাদ এবং ধোনির প্রশংসা করেই এমনটা লিখেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা। কিন্তু কেন নিজেদের প্রিয় ক্রিকেটারকে কুকুরের সঙ্গে তুলনা করলেন তিনি সেই নিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ঘৃণার শিকার হতে হয়েছে।

ধোনি গত মরশুমে ব্যাট হাতে ভালোই ছন্দে ছিলেন। আইপিএল এটি তার শেষ মরশুম হয় তাহলে ভক্তদের পাশাপাশি তিনি নিজেও চাইবেন এটিকে স্মরণীয় করে রাখতে। যে কোনও মাঠেই হোক তার জন্য যে সাপোর্টের অভাব হবে না সেটি সিএসকের হোম এবং ম্যাচগুলির টিকিট বিক্রির বহর দেখেই বোঝা গিয়েছে। ৩১ শে মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর