যেন দুই জঙ্গলের রাজা একসাথে হাঁটছে! আহমেদাবাদে মোদী ও রোহিতকে একসাথে দেখে মন্তব্য ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আহমেদাবাদ টেস্ট (Ahmedabad Test) আরম্ভ হয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে এই চতুর্থ টেস্ট ম্যাচটিই এই বিষয়টি নির্ধারণ করবে যে ভারতীয় দল (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পৌঁছবে কিনা। এর আগে সিরিজে নাগপুর এবং দিল্লিতে ভারত দাপট দেখিয়ে জয় পেয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচে ইন্দোরে অসাধারণ প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। আহমেদাবাদ টেস্ট তুলনামূলকভাবে ভদ্রস্থ উইকেটে খেলা হচ্ছে, যেখানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা।

আজকের এই টেস্ট ম্যাচটি শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজ। তারা আজ গোটা স্টেডিয়ামটি প্রদক্ষিণ করেছেন গলফ কার্টে চেপে। তারপর নিজে নিজেও দেশের দলের সঙ্গে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন এবং শেষে দুই দলের অধিনায়কের হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন।

জাতীয় সঙ্গীতে ভারতীয় দলের সাথে সামিল হওয়ার আগে রোহিত শর্মা (Rohit Sharma), নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান এবং দলের ক্রিকেটারদের সঙ্গে আলাপ করিয়ে দেন। একসঙ্গে হাঁটতে হাঁটতে রহিত শর্মার সঙ্গে কিছু জিনিস নিয়ে হালকা গল্প করছিলেন মোদী। সেই সময়ের ভিডিও শেয়ার করে কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমী লিখেছেন, “এদের একসাথে দেখে মনে হচ্ছে যেন দুই সিংহ একসাথে হাঁটছেন।”

এরপর খেলা আরম্ভ হয় যেখানে স্টিভ স্মিথ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ ভারতীয় দলে ছিল কেবলমাত্র একটি পরিবর্তন। গোটা সিরিজে বল হাতে তেমন কিছু করে দেখানোর সুযোগ না পাওয়া মহম্মদ সিরাজকে বাদ দিয়ে আজ দলে ফিরেছিলেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়া দল আজও তিন বিশেষজ্ঞ স্পিনারকে নিয়েই মাঠে নেমেছে।

প্রথম সেশনে রবিচন্দ্রন অশ্বিনকে অযথা আক্রমণ করতে গিয়ে নিজের উইকেট হারিয়ে বসেন অজি ওপেনার ট্র‍্যাভিস হেড (৩২)। এরপর মার্নাস লাবুশানেকে (৩) বোল্ড করেছিলেন আজ দলে ফেরা শামি। প্রথম সেশনে ৭৫ রান তুলতে গিয়ে দুই উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে তারা মাত্র ৭৪ তুলেছে কিন্তু কোন উইকেট হারায়নি। অপরাজিত ৭৭ রানের পার্টনারশিপ চলছিল স্টিভ স্মিথ এবং খাওয়াজার মধ্যে। প্রতিবেদনটি লেখার সময় দুই দল তৃতীয় সেশনের জন্য মাঠে নেমেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর