বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুব স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। কবে ভারত ফুটবল বিশ্বকাপ খেলবে তা কেউ জানে না। ২০২৬ বিশ্বকাপ থেকে দেশের সংখ্যা বাড়লেও ভারতের পক্ষে সেই সময় যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু সেই কারণে বিশ্বকাপের আনন্দ উপভোগ করা থেকে পিছিয়ে থাকছেন না ভারতীয় ফুটবলপ্রেমীরা।
কাতার বিশ্বকাপে ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হবে কিনা সেই নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল নুপুর শর্মার সেই বিতর্কিত মন্তব্যের পর। কিন্তু সেই সন্দেহ এখন কেটে গিয়েছে। ফলে বিশ্বকাপের টিকিট সংগ্রহে ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান, স্পেনের মতো দেশগুলিকে টেক্কা দিচ্ছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। সমীক্ষা থেকে জানা গিয়েছে যে ইতিমধ্যেই প্রায় ২৪,০০০-এর কাছাকাছি টিকিট কেটে ফেলেছে ভারতীয়রা।
এর আগেও দেখা গেছে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেনকে সমর্থন করতে বিশ্বকাপে গ্যালারি ভরিয়েছেন ভারতীয়রা। সেখানে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন সেই ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপেও এই নীতির অন্যথা হচ্ছে না। সেরা মানের ফুটবল দেখতে কাতারের গ্যালারি ভরিয়ে দেবেন ভারতীয় ফুটবলপিপাসুরা।
চারবছর আগে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয়দের জন্য বরাদ্দ হয়েছিল ১৭ হাজার ৯৬২টি টিকিট। সবচেয়ে বেশি টিকিট কেনার দিক দিয়ে ভারত বিশ্বের ২০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছিল। এখনও কাতার বিশ্বকাপের ৪ মাস দেরি আছে। কিন্তু যে ভাবে টিকিট বুকিং চলছে তাতে কাতারে ভারতীয় দর্শকদের সংখ্যাটা ২৫,০০০ ছাড়ালেও অবাক হওয়ার থাকবে না। ভারতের যে কোনও রাজ্য থেকে কাতারে যেতে হলে সময় লাগবে সর্বাধিক পাঁচ ঘণ্টা। কাজেই এবার অন্যান্যবারের থেকেও আগ্রহ অনেক বেশি।