জলদস্যুর কবলে বাংলাদেশী মৎসজীবি, উদ্ধার করল ভারতীয় মৎসজীবিরা

 

বাবলু প্রামাণিক, রায়দিঘী:

জলদস্যুর হাত থেকে বাঁচতে ট্রলার থেকে মাছ সমুদ্রে ঝাঁপ, তারপর নাটকীয় ভাবে বেঁচে গেলেন বাংলাদেশের মৎস্যজীবী। জানা যাচ্ছে বাংলাদেশী  ওই মৎস্যজীবী্র নাম মোহাম্মদ নিজামউদ্দিন। অনান্য দিনের মতই ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশের ট্রলারে করে অন্যান্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন মোহাম্মদ নিজামউদ্দিন। তারপর হঠাৎ একদল জলদস্যু হামলা চালায় তাদের উপর, জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করতেই, জীবন বাঁচাতে নিজামুদ্দিন ও তার সঙ্গী সাথীরা নদীতে ঝাঁপ দেন । এর পর সারারাত নদীতে ভাসতে থাকেন তিনি। সকালে আলো ফুটতে ভোর নাগাদ নদীতে একটি ট্রলার দেখতে পান তিনি। পরে তার চিৎকার শুনে মৎস্যজীবীরা তার দিকে এগিয়ে আসে। ভারতীয় ওই ট্রলারটির নাম “মা মনি মালা”।

 

গতকাল দুপুরে ট্রলারটি রায়দিঘি ফেরিঘাটে এসে পৌঁছালে বাংলাদেশী মৎসজীবীকে চিকিৎসার জন্য প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তারপর প্রাথমিক চিকিৎসার পর নিজামউদ্দিনকে রায়দিঘী থানায় নিয়ে যাওয়া হয়। এর পর নিজাম উদ্দিন কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন আমার বিশ্বাস উপরওয়ালা ওদের পাঠিয়েছে আমার জীবনটাকে বাঁচাতে।

IMG 20190830 WA0030

নতুবা এই সময় ওখান দিয়ে ট্রলার আসার কোন কথাই ছিল না। আমি চির ঋণী হয়ে থাকবো ভারতীয় ট্রলারের মৎস্যজীবীদের কাছে। পুলিশ সূত্রে খবর উদ্ধারকৃত বাংলাদেশী মৎসজীবিকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর জন‍্য সেদেশের হাইকমিশনারের সাথে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে আবারও ফেরৎ পাঠানো হবে।


সম্পর্কিত খবর