মাটিতে ভারতের পতাকা! ওপর দিয়ে হাঁটছে পড়ুয়ারা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ঘৃণ্য ঘটনা, তুঙ্গে বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : মাটিতে সাঁটিয়ে রাখা ভারতের পতাকা। তার উপর দিয়ে জুতো মসমসিয়ে হেঁটে যাচ্ছে মানুষ! না, এ কোনো সিনেমার দৃশ্য নয়। বরং কঠোর, ঘৃণ্য বাস্তব! কোথায় ঘটেছে এমন ঘটনা? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি, যেখান থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে (Bangladesh) ঘটানো হয়েছে এমন নক্কারজনক ঘটনা। ছবিগুলি ভাইরাল হতেই ছিছিক্কার শুরু হয়েছে নেটদুনিয়ায়।

বাংলাদেশে (Bangladesh) ভারতের পতাকা নিয়ে অপমান

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ছবি ঘুরপাক খাচ্ছে যা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। সেখানে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের মুখে মাটিতে সাঁটানো রয়েছে ভারতের পতাকা। তার উপর দিয়েই হেঁটে যাচ্ছেন পড়ুয়ারা। সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনা বাংলাদেশ (Bangladesh) ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির। সেখানেই ক্যাম্পাসে ঢোকার গেটের মুখে মাটিতে ভারতীয় পতাকা রাখা হয়েছে বলে খবর।

আরো পড়ুন : বড়পর্দায় সাড়া ফেলার পর এবার OTT-তে আসছে ‘ভুলভুলাইয়া ৩’, কবে কোথায় দেখবেন?

প্রতিবাদের জন্যই এমন কাণ্ড: যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশে (Bangladesh) হিন্দু সন্ন্যাসী তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় বিজেপির বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেওয়ার মন্তব্যের বিরোধিতা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে (Bangladesh) আইনজীবী হত্যার ঘটনা নিয়েও ভারতীয় সংবাদ মাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছে বলেও অভিযোগ উঠছে। এর প্রতিবাদেই ভারতীয় পতাকা নিয়ে এমন ঘৃণ্য কাণ্ড ঘটানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ছবিগুলির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

আরো পড়ুন : আলিয়া ছিলেন না প্রথম পছন্দ, ‘হাইওয়ে’র জন্য এই অভিনেত্রীকে বেছেছিলেন পরিচালক ইমতিয়াজ!

নেটপাড়ায় তুঙ্গে বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ছড়িয়ে পড়তেই তীব্র জনরোষ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে ধিক্কার দেওয়া শুরু হয়েছে প্রতিবেশী দেশকে। নেট পাড়ায় সমালোচনায় সরব হয়েছেন সকলেই। তবে বিতর্ক তুঙ্গে উঠলেও এই ছবিগুলি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি বিতর্কিত বাংলাদেশি (Bangladesh) বিশ্ববিদ্যালয়ের তরফে।

Indian flag insulted in Bangladesh photos going viral

প্রসঙ্গত, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেই ওপার বাংলায় (Bangladesh) ইসকন নিষিদ্ধ করার দাবি ওঠে। চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জজাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই মামলায় হাইকোর্টে দাখিল করা হয়েছে রিজ পিটিশন। তবে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের (Bangladesh) তরফে এবং স্পষ্ট জানানো হয়েছে, ইসকন নিষিদ্ধ করা যাবে না ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর