ভারতীয় ফুটবলে নতুনত্ব! সকলকে অবাক করে এই পদক্ষেপ নিলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ।

Published On:

ভারতীয় ফুটবলে যুগান্তকারী পরিবর্তন, যা এর আগে ভারতীয় ফুটবলে কোনো দিন ঘটেনি সেটাই করে দেখালেন জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। আই লিগে ম্যাচের আগের দিন সুনীল ছেত্রীদের হেডস্যার ইগর স্টিম্যাচ কোচিং করালেন ফেডারেশনের দল ইন্ডিয়ান আরোজকে।

শুক্রবার ট্রাউয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল ইন্ডিয়ান আরোজের। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ইন্ডিয়ান আরোজ দলকে কোচিং করলেন ইগর স্টিমাচ। কিন্তু এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না বিক্রম প্রতাপরা। কিন্তু কোচ ইগর স্টিমাচ আগে থেকেই এই ব্যাপারে সমস্ত পরিকল্পনা সেরে রেখেছিলেন তাঁর সহকারী কোচ ভেঙ্কটেশের সাথে।

এইদিনের অনুশীলনে জাতীয় কোচ ইগর স্টিমাচ বেশি করে নজর দেন পাসিং এবং ফিনিশিং এর দিকে। জাতীয় দলের কোচের কাছে কোচিং করার সুযোগ পেয়ে বেশ খুশি তরুন ফুটবলাররা। এর আগে আইলীগের তিনটি ম্যাচে ভারতের তরুণদের খেলা দেখেন ইগর স্টিমাচ তারপরই তিনি এই সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত খবর

X