একাধিক সুযোগ নষ্ট সুনীলের! থাপার গোলে ত্রিদেশীয় টুর্নামেন্টে মায়ানমারকে হারিয়ে অভিযান শুরু ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে হিরো ট্রাই নেশন টুর্নামেন্টে (Hero Tri-Nation Tournament) অভিযান শুরু করলো ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রথম ম্যাচের প্রতিপক্ষ মায়ানমারকে ১-০ ফলে হারিয়ে জয় দিয়েই যাত্রা শুরু করলো ঈগর স্টিম্যাচের (Igor Stimac)দল। যদিও জয় পাওয়া উচিত ছিল আরও বড় ব্যবধানে। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়েও ভারতীয় দলের ভক্তরা অভিযোগ করতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত জয় পাওয়ায় খুশি সকলেই।

আজ যে ভারত বড় ব্যবধানে জিততে পারল না তার সবচেয়ে বড় কারণ সুনীল ছেত্রী। ৩৮ বছর বয়সেও একই রকম ক্ষিপ্রতা রয়েছে তার কিন্তু ফিনিশিংটা যেন বয়সের কারণে ধার হারিয়েছে। প্রথমার্ধেই অন্তত গোটা পাঁচেক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে একবার গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

তবে সুনীল গোল না পেলেও শেষ পর্যন্ত প্রথমার্ধেও অনিরুদ্ধ থাপার করা একমাত্র গোলে ভারত এবং মায়ানমারের মধ্যে তফাৎ গড়ে দিয়েছে। ডান প্রান্ত দিয়ে তৈরি রাহুল ভেকের আক্রমণ এবং ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় মায়ানমার ডিফেন্স। গোলকিপারকে একা পেয়েও তার গায়ে শট মেরেছিলেন থাপা। কিন্তু বল তার গায়ে লেগেই জালে জড়িয়ে যায়।

পরিসংখ্যান বলছে ভারত এবং মায়ানমারের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ২৪ বার। আজকের আগে অব্দি মায়ানমার ১১ ম্যাচ জিতেছিল যেখানে ভারতের জয় ছিল মাত্র নয়টি। দুই দলের শেষবারের সাক্ষাতে ২০১৭ সালের ড্র হয়েছিল ম্যাচ। কিন্তু বর্তমানে ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে রয়েছে মায়ানমার। তাই মায়ানমার কোচ আগেই জানিয়ে দিয়েছিলেন যে ভারত এই ম্যাচের ফেভারিট।

এরপর প্রায় এক সপ্তাহ পরে কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। ২৮ তারিখ আয়োজিত হতে চলা সেই ম্যাচে নিজেদের চেয়ে বড় ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে গোল পায় কিনা সুনীল ছেত্রী সেদিকে সকলে নজর থাকবে। বা সুনীল ছেত্রী যদি গোল না পান তাহলেও নিজেদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স কেমন হয় সেদিকে নজর থাকবে সকলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর