বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) ২-০ ফলে লেবাননকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইন্টার কন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) শিরোপা জিতে নিয়েছে। নাওরেম মহেশ, নিখিল পূজারী, লালরিনজুয়ালা ছাঙতের অসাধারণ ফুটবল দক্ষতা মন জিতে নিয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। এছাড়া ফাইনালে গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক হয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।
ভানুয়াতু, মঙ্গোলিয়াদের মত পিছিয়ে থাকা ফুটবল দেশগুলির বিরুদ্ধে এই প্রতিযোগিতা জয় যে ভারতের জন্য বিশাল বড় কোনও অর্জন, এমনটা বলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও ওড়িশার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট জয়ের পর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভারতীয় দলকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলকে এক কোটি টাকার আর্থিক পুরস্কার দেবেন বলে অঙ্গীকার করেছেন।
এই ফাইনালিটি শেষ হওয়ার পর নিজের বক্তব্যে তিনি বলেছেন, “এই মর্যাদাপূর্ণ ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট আয়োজন করা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কঠিন লড়াইয়ে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। ওড়িশায় আরও অনেক ফুটবল ইভেন্ট আয়োজন করা এবং ওড়িশা ও ভারতে খেলাধুলার বিকাশকে সমর্থন করাই আমাদের লক্ষ্য।”
ওড়িশার মুখ্যমন্ত্রীর এই প্রশংসনীয় পদক্ষেপের পরে ভারতীয় ফুটবল দল একটি মন জিতে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তারা এখন এই এক কোটি টাকার মধ্যে থেকে তারা ২০ লক্ষ টাকা দান করছেন কিছুদিন আগে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের। ভারতীয় দলের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের জয়ের পর দলকে নগদ উপহার দেওয়ার জন্য ওড়িশা সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। ড্রেসিংরুমের একটি তাৎক্ষণিক এবং সম্মিলিত সিদ্ধান্তে আমরা কিছু টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শুরুতে এই রাজ্যে দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের জন্য সেই অর্থের ২০ লক্ষ টাকা দিয়ে আমরা সাহায্য করতে চাই।”
এর আগে ভারতীয় ক্রিকেট দলের অনেক তারকা ব্যক্তিগত ভাবে এই দুর্ঘটনা নিয়ে আফসোস প্রকাশ করলেও বড় অর্থ সাহায্য কেউ করেননি। যুজবেন্দ্র চাহাল, বীরেন্দ্র সেওবাগের মতন কিছু বর্তমান ও প্রাক্তন ক্রিকেটের ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নিজেদের সাধ্যমত চেষ্টায়। কিন্তু ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া দলটিকে নিয়ে এবার প্রশ্ন উঠে গেল ভারতীয় ফুটবল দলের এই মহৎ আচরণের পর।