বিদেশি মুদ্রা সঞ্চয়ে ভারতের সর্বকালীন রেকর্ড, অর্ধেক ট্রিলিয়ন ছাড়াল সঞ্চয়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গত সপ্তাহেই রেকর্ড পরিমান বৈদেশিক মুদ্রা (foreign currency) মজুত করল ভারত (india)। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮.২২ বিলিয়ন ডলার বেড়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৫০১.৭০ বিলিয়ন ডলার হয়েছে। আরবিআইয়ের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) তথ্যে দেখা গেছে, সামগ্রিক মজুদগুলির একটি প্রধান উপাদান বিদেশী মুদ্রার সম্পদ (এফসিএ)। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে ভারতের সম্পদ ৮.২২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫০১.৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশের সার্বিক ভাবে অর্থনৈতিক সংকট একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুদ্রা সঞ্চয় থেকে বোঝা যায় সার্বিক ভাবে ভারতে বিদেশী বিনিয়োগ বাড়ছে। পাশাপাশি, ভারতের বাজার সম্পর্কেও আগ্রহ দেখাচ্ছে বিদেশি সংস্থাগুলি।

দেশ জুড়ে চলছে লকডাউন। এই মুহুর্তে গোটা দেশ জুড়ে বন্ধ উৎপাদন। চরম অর্থনৈতিক সংকট এর মুখে সাধারণ মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রামিতের সংখ্যা। পাশাপাশি আক্রমণ হয়েছে পঙ্গপালের। সার্বিক ভাবে অর্থনৈতিক সংকটের সময় এই খবর একটু স্বস্তি দিল।

সম্পর্কিত খবর

X