ভারতকে চটানো লক্ষ্য! ফুটবল বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ করে ইসলামিক প্রচার চালাবে কাতার

বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মা বিতর্ক হোক বা প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর নাবিকদের জোরপূর্বক আটক করা, এইসব বিতর্কের পর পাকিস্তানপন্থী কাতার এখন ফের ভারতকে উস্কে দিতে ব্যস্ত৷ কাতার এখনও ভারতীয় নৌসেনাদের মুক্তি দেয়নি। কিন্তু ভারত থেকে পলাতক মুসলিম ধর্মগুরু জাকির নায়েক পৌঁছলেন কাতারে। শোনা যাচ্ছে ফুটবল বিশ্বকাপ উদযাপনে তাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে কাতার। ফলে ইতিমধ্যেই, ভারতে বিদ্বেষ ছড়ানো এবং আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত জাকির নায়েককে কাতারে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতোরও।

প্রায়ই বিতর্কে জড়ানো জাকির নায়েক কাতারে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। জাকির নায়েক বলেছেন, কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে তিনি ইসলামের ওপর ধর্মীয় বক্তৃতা দেবেন। তবে কাতার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে জাকির নায়েককে বক্তৃতা দেওয়ার অনুমতি দিলেও এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার মালয়েশিয়ার সরকারও তার ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। যদিও ভারত থেকে পালানোর পর জাকির নায়েককে আশ্রয় দেয় মালয়েশিয়া।

কাতারের অফিসিয়াল স্পোর্টস চ্যানেল আলকাস শনিবার জানিয়েছে যে জাকির নায়েক বিশ্বকাপ চলাকালীন কাতারে উপস্থিত থাকবেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে বেশ কয়েকটি ধর্মীয় বক্তৃতা দেবেন। জাকির নায়েকের কাতারে পৌঁছানোর ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জাকির নায়েক ভারতে ওয়ান্টেড এবং পলাতক। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো থেকে শুরু করে অর্থ তছরূপের মামলা চলছে।

zakir naik 2 scaled

ভারত ২০১৬ সালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছিল। ভারত বলেছিল যে জাকির নায়েক এবং তার অনুসারীরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এবং গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। মোদি সরকারের পদক্ষেপে ভীত হয়ে জাকির নায়েক ২০১৬ সালে মালয়েশিয়ায় পালিয়ে যান। ভারত মালয়েশিয়ার কাছে একাধিকবার জাকির নায়েককে ফেরত পাঠানোর দাবিও জানায়। তবে মালয়েশিয়ার নতুন সরকার জাকির নায়েকের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০ তারিখ কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে জাকির নায়েকের কাতার আগমন নতুন জল্পনা সৃষ্টি করলো।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর