বাংলাহান্ট ডেস্ক : গুগলের আশীর্বাদে ঘরে বসে এক ক্লিকেই জেনে নেওয়া যায় সবকিছু। শুধু জ্ঞান-বিজ্ঞান নয়, বিনোদন ও খেলার ক্ষেত্রেও ব্যাপক ভাবে সার্ফ করা হয় গুগল। প্রতিদিন লক্ষ লক্ষ সার্চের মধ্যে ১৫% সার্চিং এক্কেবারে নতুন। ২০২৪ সালে ভারত থেকে গুগলে কী কী সার্চ (Google Search) করা হয়েছে তার তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি।
ভারতীয়দের সবচেয়ে বেশি Google Search
বিনোদন, ক্রীড়া সহ একাধিক আন্তর্জাতিক ইস্যু সার্চ করেছেন ভারতীয়রা। ভারত থেকে গুগলে ২০২৪ সালে সবথেকে বেশি ক্রীড়া ও বিনোদন ক্ষেত্রে সার্চ করা হয়েছে। সার্চের তালিকায় বেশ জনপ্রিয় ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ভিনেশ ফোগাট ও হার্দিক পান্ডিয়ার মতো ক্রীড়া ব্যক্তিত্বরা ট্রেন্ডে ছিলেন গুগল সার্চে (Google Search)।
এছাড়াও রতন টাটার মৃত্যুর পর তাঁর সম্পর্কিত তথ্যও সার্চ হয়েছে গুগলে। ২০২৪ সালে গুগলে ভারতীয়রা সার্চ করেছেন “Stree 2” এবং “Nadaaniyan”-এর মতো সিনেমাকে নিয়েও। এমনকি K- ড্রামা নিয়েও এ বছর ভারতীয়দের উৎসাহ ছিল তুঙ্গে। “Queen of Tears” এবং “Marry My Husband” বেশ পছন্দের ছিল ভারতীয়দের।
আরোও পড়ুন : অনন্য নজির! ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সপরিবারে অংশগ্রহণ করছেন বাঙালি অলিম্পিয়ান
Nadaaniyan, Ye Tune Kya Kiya-এর মতো গানগুলি ভারতীয়রা বেশি সার্চ করেছেন গুগলে। Blue Grinch Knee Surgery এবং Gen Z Boss-এর মতো মিমগুলোও নজর কেড়েছে ভারতীয়দের। এমনকি “Orange Peel Theory” এবং “Throning Dating” এর মতো সামাজিক প্রবণতাগুলোও ছিল ভারতীয়দের পছন্দের সার্ফিংয়ের তালিকায়।
চলতি বছর গুগলে ভারতীয়দের (Indian) পছন্দের সার্চের (Google Search) বিষয়ের মধ্যে অন্যতম ছিল প্যালেস্টাইনের সংঘর্ষ নিয়ে “All Eyes on Rafah”, আবহাওয়া এবং অতিরিক্ত গরম “AQI near me”, লোকসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে “How to vote Lok Sabha” ইত্যাদি।