ভারতীয় সহ বিভিন্ন দেশের ১৪ জন নাগরিককে অপহরণ করেছিল বিদ্রোহীরা, উদ্ধার করল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক মাস ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে রয়েছে ইয়েমেন নামক দেশটি। ফলে স্বভাবতই সেখানে ভারতীয় নাগরিক সহ আরো বেশ কয়েকটি দেশের মানুষ আটক অবস্থায় ছিলেন। তবে দেশ বিদেশের সমস্ত নাগরিকদের উদ্ধারের জন্য ভারতীয় সরকার ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আর বর্তমানে সেই চেষ্টাই সফলতা অর্জন করলো।

সূত্রের খবর, বর্তমানে সাত জন ভারতীয় নাবিক সহ প্রায় বিভিন্ন দেশের মোট 14 জন নাগরিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতীয় সকল নাগরিককে দিল্লিতে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। সদ্য ইয়েমেন থেকে ভারতে পদার্পণ করা মুম্বইয়ের এক নাবিক মোহাম্মদ মুনাওয়ার বলেন, “প্রায় সাড়ে তিন মাস ধরে আমরা ইয়েমেনে আটকে ছিলাম। দিনের পর দিন আমাদের পরিস্থিতি সংকট জনক হয়ে পড়ছিল। কিন্তু বর্তমানে দেশে পৌঁছে আমরা স্বস্তি অনুভব করছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার ধন্যবাদ জানাতে চাই।”

এছাড়াও উত্তরপ্রদেশের অপর এক নাবিক মোহাম্মদ জাশিম খান বলেন, “ইয়েমেনে যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন সেখানকার বিদ্রোহী এক গোষ্ঠী আমার জাহাজ এবং সেখানে উপস্থিত একাধিক জিনিস পত্র দখল করার চেষ্টা করে। যদিও পরে যখন আমি ভারতীয় হিসেবে পরিচয় দিই, তখন তারা আমার সাথে ভালো ব্যবহার করে।”

এদিন ওমানের বিদেশ মন্ত্রী আলবুসাইদি একটি টুইট করে ঘটনাটি সবিস্তারে জানান এবং ইয়েমেন থেকে মুক্ত নাগরিকদের একটি তালিকাও বার করা হয়। সেগুলি হল ক্যাপ্টেন কার্লোস ডেমাটা, মেকোনেন, দীপশ মুতা পারম্বিল, মোহাম্মদ জাশিম খান, সূর্য হিদয়ত প্রতমা, সৃজিত সজীবন, অখিল রেগু, মোহাম্মদ মুনওয়ার, লুক সাইমন, মুগা থান এবং ভিরা ভি এস এস জি ভাসামশেট্টি এবং সন্দীপ সিং।

ওমানের বিদেশ মন্ত্রীর এই টুইটের পর ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন। তিনি বলেন, ” আমি আমার বন্ধু আলবুসাইদিকে তাঁর সাহায্য ও কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর