ব্রিটেনকে ফের ঝটকা দিল ভারত, কমনওয়েলথ গেম থেকে নাম তুলে নিল টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই ভারত ইংল্যান্ডের মধ্যে মতপার্থক্য তৈরী হয়েছিল ক্রিকেটের ম্যানচেস্টার টেস্ট ম্যাচ বাতিল নিয়ে । এবার ব্রিটেনের কোয়ারেন্টাইন নিয়ে পক্ষপাতের জেরে জটিল সমস্যা তৈরী হল হকিতেও। আগামী বছর বার্নিংহামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসের হকি টুর্নামেন্ট থেকে সরে যাবার সিদ্ধান্ত নিল ভারত। এই মুহূর্তে করোনার প্রভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশগুলি। ব্যাতিক্রম নয় ব্রিটেনও, আর সেই কারনেই খেলোয়াড়দের স্ব্যাস্থ নিয়ে কোন ঝুঁকি নিতে হকি ইন্ডিয়া।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি নরিন্দর বাত্রাকে ইতিমধ্যেই ফেডারেশনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি জ্ঞানান্দ্র নিংগম্বাম। তিনি জানিয়েছেন যে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে ৮ আগস্ট অবধি চলবে এরপরেই রয়েছে হ্যাংজু এশিয়ান গেমস যা চলবে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তাই কোন ঝুঁকি নিতে চায়না হকি ইন্ডিয়া।

এছাড়া ব্রিটেনের পক্ষপাত দুষ্ট মানসিকতারও বিরোধিতা করেছে ভারত। তাদের তরফে জানানো হয়েছে ব্রিটেন সম্প্রতি ভারতের কোভিড ১৯ ভ্যাকসিনের সার্টিফিকেটকে মাণ্যতা দেওয়া বন্ধ করেছে। তারা জানিয়েছে ডবল ভ্যাকসিন নেওয়া থাকলেও খেলোয়াড়দের কড়া কোয়ারেন্টাইন পর্ব পালন করতে হবে যার মেইয়াদ হতে চলেছে ১০ দিন। জ্ঞানান্দ্র নিঙ্গোবাম লিখেছেন, “সম্প্রতি অনুষ্ঠিত টোকিও অলিম্পিক গেমসের সময়ও ভারতীয় ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের জন্য এই ধরনের বৈষম্যমূলক বিধিনিষেধ প্রযোজ্য ছিল না এবং টিকা নেওয়া খেলোয়াড়দের জন্য ১০ দিনের নিভৃতাবাস তাদের কর্মক্ষমতাকে প্রভাবিত করবে। আমরা মনে করি এই বিধিনিষেধ ভারতের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ এবং বেশ দুর্ভাগ্যজনক।“

India vs USA hockey Olympic Qualifiers Edited

মূলত এই কারণেই যে হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্ত একথাও জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। শুধু তাই নয়, জানানো হয়েছে পুরুষ কিম্বা মহিলা কোন দলই পাঠাবে না ভারত। আর তাই কমনওয়েলথ গেমসের জন্য রিজার্ভ দল খোঁজার কথাও জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে৷ জানিয়ে রাখি, এই ধরনের পক্ষপাতদুষ্টতার কারণেই গতবছর ভুবনেশ্বরে হকি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি ব্রিটেন পুরুষ হকি দল। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রিটেন যদি ভারতীয় নাগরিকদের সঙ্গে এ ধরনের বৈষম্যমূলক আচরণ করে তাহলে একই ভাবে তা ফেরত দেবে ভারতও।

 

Abhirup Das

সম্পর্কিত খবর