বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানি মহিলাকে বিয়ে। তারপর বিয়ের দিনই আত্মঘাতী হামলায় নিকেশ এক ভারতীয়। শিউরে ওঠার মতন এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের সদস্য ছিল সে। এমনটাই দাবি করা হয়েছে ওই জঙ্গিগোষ্ঠীর মুখপত্রতে।
জানা যাচ্ছে কেরালার বাসিন্দা ছিল বছর ২৩ এর ইঞ্জিনিয়ার নজিব আল হিন্দি। জঙ্গি গোষ্ঠী খোরাসানের মুখপত্র ‘ভয়েস অফ খোরাসান’ এ বলা হয় এক পাকিস্তানি মহিলাকে বিয়ের দিনই পাকিস্তানি হামলায় মৃত্যু হয়েছে তার। তবে কোথায়, কখন, কীভাবে এই ঘটনাটি ঘটেছে সেসব কিছুই বলা হয়নি সেখানে।
আফগানিস্তানে তালিবান হামলার এবং উত্থানের পর থেকেই সেদেশে হঠাৎ করেই চুড়ান্ত বেড়ে ওঠে স্টেট খোরাসানের কার্যকলাপ। এহেন অবস্থাতেই সূত্র মারফত জানা যায় যে ভারতের কেরালা থেকে অগণিত যুবক যোগ দিয়েছে ওই জঙ্গি গোষ্ঠীতে। এমনকি বিস্ফোরণ বা আত্মঘাতি হামলাতে প্রাণও দিয়েছে অসংখ্য যুবক। এবার বিয়ের রাতেই আত্মঘাতী হামলায় নিকেশ আর এক ভারতীয় জঙ্গি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের জানুয়ারি মাসেই তাদের সঙ্গীদের মুক্ত করার দাবিতে সিরিয়ার হাসাকেহ শহর আক্রমণ করে ইসলামিক স্টেট। ওই হামলায় মৃত্যু হয় ১৮০ জন জিহাদি এবং ৭ জন সাধারণ মানুষ সহ মোট ২৬০ জন। এই জঙ্গিগোষ্ঠীরই আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান। স্বভাবতই এই জঙ্গি দলে যোগ দিয়ে ভারতীয় যুবকদের মৃত্যুর খবর উদ্বেগ সৃষ্টি করেছে দেশে। এই জেহাদি গোষ্ঠী পাকিস্তান এবং আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেই ভারতে আক্রমণ চালাতে পারে বলে সেই বিষয়টিও চাপ বাড়াচ্ছে ভারতের।