বাংলাহান্ট ডেস্কঃ করোনা লকডাউন আমাদের গৃহবন্দী করেছে কয়েক মাসের জন্য। এই কয়েকমাসে বহু মানুষ কাজ হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু এমনও মানুষ আছেন যারা এই অবসরটুকু কাজে লাগিয়ে বিভিন্ন রকম উদ্ভাবনী কাজ করেছেন। সেই রকমই একজন ধানিরাম সাগ্গু।
ধানিরাম পাঞ্জাবের এক ছোট্ট শহর জিরাকপুরের অধিবাসী। লকডাউন শুরু হওয়ার আগে তিনি ছিলেন পেশায় কাঠমিস্ত্রী। লকডাউনে অন্যান্যদের মত কাজ হারিয়েছিলেন তিনিও। কিন্তু তিনি ভেঙে পড়েন নি। কর্মহীনতার দিনগুলি কাজে লাগিয়েছে সৃষ্টিশীলতায়। বাড়ি বসেই তিনি বানিয়ে ফেলেন কাঠের সাইকেল যার প্রশংসা এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও হচ্ছে।
কাজ হারিয়ে ধানিরাম চেয়েছিলেন নিজের চেষ্টায় একটি যথাসম্ভব পরিবেশ বান্ধব সাইকেল বানাবেন। সাইকেল এমনিতেই পরিবেশ বান্ধব যান হলেও সাইকেল নির্মানে ব্যাবহার হয় লোহা, রং, টায়ারের মত পরিবেশের পক্ষে ক্ষতিকর জিনিস। সেই ব্যাবহার যতটা সম্ভব কম করার চেষ্টা করেছেন ধানীরাম।
নিজের এক পুরোনো সাইকেল ও বাড়িতে থাকা কাঠের টুকরো নিয়ে নিজের নতুন কাজে নেমে পড়েন ধানীরাম। যদিও সাফল্য একবারে ধরা দেয় নি ধানীরামের কাছে। কিন্তু তিনি হতাশ হন নি৷ শেষ পর্যন্ত তিনি বানিয়েই ফেলেন কাঠের সাইকেল। যদিও এই সাইকেলের চাকাগুলি সাধারণ চাকার মত। তবুও সাধারণ সাইকেলের থেকে এটি অনেকবেশি পরিবেশ বান্ধব।
জানা যাচ্ছে, এক একটি সাইকেল ১৫ হাজার টাকায় বিক্রি করছেন তিনি। ভীষন জনপ্রিয় হয়েছে তার এই সাইকেল গুলি। এমনকি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও আসছে অর্ডার।
A carpenter in Punjab’s Zirakpur, Dhani Ram Saggu crafted an eco-friendly bicycle from wood to beat lockdown blues. Little did he know that it would go viral, and more importantly, get him orders from as far as Canada.
Read more: https://t.co/taAVvtaXcS pic.twitter.com/ZFoWI7ld4v
— The Better India (@thebetterindia) September 7, 2020