ইজরায়েলে ছুরির ঘায়ে খুন হল ভারতীয়

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েলের তেল আভিতে চুরির খেয়ে মৃত্যু হল বছর চল্লিশের এক ভারতীয় নাগরিকের। ইজরায়েল পুলিশ এ ঘটনায় ওই ভারতীয়র দুই প্রতিবেশী কে গ্রেপ্তার করেছেন।

ইজরায়েল পুলিশের দাবি,নেভে শা’নান স্ট্রীটের এক আবাসনে একত্রে ওই তিনজন বাস করতেন। শনিবার তিন ভাড়াটিয়ার মধ্যে বচসা বাধে।সেই বচসা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার জেরেই পরস্পরকে তারা ছুরি দিয়ে আক্রমণ করেন, গুরুতর জখম হন একজন। ছুরির আঘাতে রক্তাক্ত হন ৬০ বছর বয়সে তার এক প্রতিবেশী।

819e8 images 3 4

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইজরায়েল পুলিশ। সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর আবাসনে পৌঁছন ইজরায়েলের জাতীয় আপৎকালীন বিভাগের সদস্য ম্যাগেন ডেভিড অ্যাডোম। অ্যাডোমেন জানিয়েছেন এ বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সম্পর্কিত খবর