বাংলা হান্ট ডেস্ক: সৌদি আরবকে (Saudi Arabia) বিশ্বের অন্যতম ধনী দেশ বলা হয়। কারণ সেখানে কোটিপতিদের অভাব নেই। পাশাপাশি, তেলের অঢেল মজুত থাকায় এই ইসলামিক দেশে অর্থেরও অভাব নেই। তবে, জেনে অবাক হবেন যে সংযুক্ত আরব আমিরশাহীর ধনী ব্যক্তিদের তালিকায় একদম ওপরের দিকে রয়েছেন এক ভারতীয়। যিনি হলেন ডঃ রবি পিল্লাই।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনিই হলেন দুবাইয়ের (Dubai) সবচেয়ে ধনী হিন্দু ব্যক্তি। মূলত, রবি পিল্লাই বিশ্বব্যাপী বিলাসবহুল হোটেল চেইনের মালিক। শুধু তাই নয়, রবি পিল্লাই কেরালারও সবচেয়ে ধনী ব্যক্তি। পাশাপাশি, তিনি রাভিজ রিসর্টস হোটেল চেইনের মালিক। যাঁর সমগ্ৰ কেরালা জুড়ে 5-স্টার রিসর্ট রয়েছে। দ্য লীলা গ্রুপ এবং ওয়েলকাম হোটেলের মতো অন্যান্য হোটেল চেইনেও ডঃ পিল্লাই বড় অংশীদারিত্বের অধিকারী। বর্তমান প্ৰতিবেদনে তাঁর সাফল্যের কাহিনিটি উপস্থাপিত করা হল।
শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রবি পিল্লাই হলেন একজন সেলফ মেড বিজনেস টাইকুন। যিনি দ্রুত তাঁর কোম্পানি আরপি গ্রুপের বৃদ্ধি করেছিলেন। তবে, বর্তমানে তিনি সাফল্যের শিখর ছুঁয়ে ফেললেও জীবনের শুরুতে দারিদ্রতার সাথে তাঁকেও লড়াই করতে হয়েছে। রবি পিল্লাই একটি কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই অবস্থানে এসেছেন।
ডঃ রবি পিল্লাই কেরালার কোল্লামের একটি ছোট গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করার পর, তিনি একটি চিট ফান্ড কোম্পানি শুরু করেন এবং তারপর মাল্টি বিলিয়ন ডলারের আরপি গ্রুপ প্রতিষ্ঠা করেন।
দুবাইয়ের সবচেয়ে ধনী হিন্দু: মূলত, একটি ফাইন্যান্স কোম্পানির সাথে আরপি গ্রুপ শুরু করার পর, ডঃ রবি পিল্লাই কেরালায় হোটেল এবং রিসর্ট ব্যবসা শুরু করেন। এর পর তিনি হোটেল গ্রুপকে আরও বিস্তৃত করেন। কেরালার কোল্লামে তাঁর আরপি মল রয়েছে।
এদিকে, ডিএন-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ডঃ রবি পিল্লাইকে দুবাইয়ের সবচেয়ে ধনী হিন্দু ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। পাশাপাশি, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৩.২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬,৩৬৪ কোটি টাকা। এছাড়াও, তাঁর কোম্পানি আরপি গ্রুপ এবং হোটেল ব্যবসার আয়ের পরিমাণ হল ৭.৮ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৬৪,২৪৫ কোটি টাকা)।