বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ এশিয়ান গেমসের (2023 Asian Games) ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে তারপর দেখিয়ে যথাক্রমে নেপাল এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা। আফগানিস্তান সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে পৌঁছেছিল ফাইনালে। ফাইনালে দুই দলের মধ্যে হাটাহাড্ডি লড়াই দেখা যাবে এমনটা আশা করেছিলেন ভক্তরা। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হলো না।
আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ভারতের হয়ে রবি বিশ্নই (৪-০-১২-১) এবং অর্শদীপ সিং (৩-০-১৭-১) দুর্দান্ত এবং কৃপণ বোলিং করেছিলেন। প্রাথমিক বিপর্যয়ের সামনে আফগানিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল শাহিদুল্লা ও গুলবদিন নায়েবের ব্যাটে ভর করে। কিন্তু ১৮ ওভারে ৫ উইকেট খুঁইয়ে আফগানিস্তান ১১২ রান তোলার পর বৃষ্টি নামে।
বৃষ্টি এরপর আর বন্ধ হয় না। ফলে ম্যাচটি শেষ করা যায়নি। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে আফগানিস্তান এবং ভারতের মধ্যে তুলনা করলে দেখা যায় যে ভারতীয় দল ক্রমতালিকায় এগিয়ে রয়েছে। সেই ভিত্তিতে ভারতকে স্বর্ণপদক উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে সফল হওয়ার অস্ত্র হাতে পেলেন বাবর! এই ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকতে হবে রোহিতদের
তবে এভাবে স্বর্ণপদক চাইতে সন্তুষ্ট নয় কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী। সকলেরই বিশ্বাস যে ভারত অনায়াসে এই ম্যাচ জিততে পারতো। নেপাল এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দাপটে জয় সেইটাই প্রমাণ করে।। ম্যাচ খেলেই সেরার পুরস্কার অর্জন করতে চাইছিলেন যশস্বী, রিঙ্কুরা।
আরও পড়ুন: অভাব মেটাতে হয়েছিলেন দিনমজুর! এশিয়ান গেমসে পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন রাম
এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাইনালে দাপট দেখিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিয়ে স্বর্ণপদক লাভ করেছিল। ভারতীয় ক্রিকেট দল ও সেই একই কৃতিত্ব অর্জন করল কিন্তু তাদের শেষটা নিয়ে কিছুটা অস্বস্তি থেকে গেল। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাই কিশোর, রবি বিশ্নইয়ের মতো ক্রিকেটাররা। কিন্তু তারাও এই ম্যাচ খেলেই সোনা জয় করাটা বেশি পছন্দ করতেন।