২০১৮-র পর ২০২২-এও কমনওয়েলথে সোনা জয় ভারতীয় টেবিল টেনিস দলের, ভারোত্তলনে রুপো বিকাশের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ শুরুর আগে থেকেই ভারতীয় মহিলা এবং পুরুষ টেবিল টেনিস খেলোয়াড়দের থেকে পদকের আশা করে বসেছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। সেই প্রত্যাশা পূরণ করলো ভারতের পুরুষ টিটি দল। টেবিল টেনিসে প্রথম পদক এল বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস থেকে । ২রা আগস্ট অনুষ্ঠিত এই ফাইনালে পুরুষদের দলগত ইভেন্টে সোনা পেয়েছে ভারত। এর আগে ২০১৮ কমনওয়েলথেও সোনা পেয়েছিল ভারতীয় পুরুষ টিটি দল।

গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তাদের সোনা জয় নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। ফাইনালে আগেও ভারতীয় দল গ্রুপ পর্বে এই প্রতিপক্ষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল। যদিও সেবার সহজেই ৩-০ ব্যবধানে ভারত হারিয়ে দিয়েছিল তাদের। কিন্তু ফাইনালে লড়াই এতটা সোজা হয়নি। প্রথমে হার্মিত দেশাই এবং সাথিয়ানের জুটি তাদের ডাবলস ম্যাচ ৩-০ ফলে জিতে ভারতকে এগিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে আশ্চর্যজনক অভিজ্ঞ শরথ কমলের সিঙ্গলস ম্যাচে ফলে ১-৩ হেরে যান।

এই সময় ফাইনালে ১-১ ফলে সমতা বজায় ছিল। দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে যে পক্ষ জিতবে তাদের সোনা জয় নিশ্চিত ছিল। ডাবলসে দুর্দান্ত পারফরম্যান্স করা জি সাথিয়ান এই ম্যাচে নামেন কিন্তু প্রথম গেমে হেরে পিছিয়ে পড়ে ভারত। কিন্তু এরপর অতুলনীয় মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি হাল না ছেড়ে পরের তিনটি গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন এবং ম্যাচটি ৩-১ ফলে জিতে নেন।

vikas thakur

অবশ্য আজকে ভারতের শেষ পদক ছিল না। এরপর ফের একবার ভারোত্তলনে দুরন্ত পারফরম্যান্স করে রৌপ্য পদক নিশ্চিত করেন বিকাশ ঠাকুর। পুরুষদের ৯৬ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক মিলিয়ে তিনি মোট ৩৪৬ কেজি ওজন তুলে রুপো নিশ্চিত করেন। টানা তিনটি কমনওয়েলথ থেকে ভারতকে পদক এনে দিয়েছেন তিনি। ২০১৪ গ্লাসগোতে রুপো, তারপর ২০১৮-তে ব্রোঞ্জের পর এবার ফের রুপো জিতলেন এই ভারোত্তোলক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর