বাংলা হান্ট ডেস্ক : আবহবিদদের মতে ভারতের (India) মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে ১ জুন। তবে এবার চিত্র ভিন্ন। বর্ষার আগমনে দেরি হচ্ছে। একথা অনেক আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আইএমডি (IMD) সূত্রে খবর, এবছর ১ জুনের বদলে কেরলে (Kerala) বর্ষা ঢুকতে পারে ৪ মে। তবে আজ বর্ষা প্রবেশ করছে না। আরও কিছুদিন সময় লাগতে পারে।
আইএমডি জানাচ্ছে, দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ এবং কোমোরিন এলাকার দিকে আরও এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দক্ষিণ বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরও বিরাজ করছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষরেখার উত্তর সীমা রয়েছে লাক্ষাদ্বীপ এবং কেরলের দক্ষিণপশ্চিম দিকে।
বর্তমানে সাগরে বর্ষা এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে তা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে। তবে সাগরে তৈরি হতে চলা নিম্নচাপের ওপর বর্ষা আগমনের বিষয়টি অনেকটাই নির্ভর করবে। এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে সাধারণত বর্ষা আসে জুনের দ্বিতীয় সপ্তাহে। তবে গত দশকে বেশিরভাগ ক্ষেত্রেই দেরি হয়েছে রাজ্যে বর্ষার আগমন। এদিকে এবার কেরলেও দেরিতে বর্ষা ঢুকছে। তাই পশ্চিমবঙ্গে আরও দেরিতেই বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।
আইএমডি জানিয়েছে, আজ এবং আগামিকাল কেরল, আন্দামান এবং তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্য মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ এবং ওড়িশায় হতে পারে শিলা বৃষ্টি। এরই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে।
বিকেলের পর উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে। এছাড়া দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। ৫ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। সেদিন বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।
জুন মাসের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ জ্বালাপোড়া গরম ও তাপপ্রবাহে পুড়ছে মানুষ। কবে হবে বৃষ্টি, তা নিয়ে কোনও আপডেট দেয়নি আবহাওয়া দফতর। আগামী ৫ দিন তাপপ্রবাহ জারি থাকবে গোটা পশ্চিমবঙ্গে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…