বাংলাহান্ট ডেস্ক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্ব বাজারে দেখা দিয়েছে মন্দা। এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর্থিক মন্দার ফলে তেল-সহ একাধিক জিনিসের দাম বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা ও ইউরোপ। সেখানে চাকরি হারাচ্ছেন বহু মানুষ।
সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিশ্বের নানা দেশের ধনকুবেররা নিজেদের দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন অন্যত্র (Millionaires migration)। এর মধ্যে আমেরিকা ও ইউরোপের দেশগুলির ধনকুবেররাও রয়েছেন। ব্রিটেনের সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের রিপোর্ট অনুযায়ী, এ বছর বিশ্বজুড়ে প্রায় ৮৮ হাজার কোটিপতি নিজেদের দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন অন্যত্র।
এই তালিকায় ভারত রয়েছে তিন নম্বরে। এ দেশ থেকে ৮ হাজার মিলিয়নেয়ার পাড়ি দিয়েছেন অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে। অন্যদিকে চিন ও রাশিয়া ছেড়ে চলে গিয়েছেন যথাক্রমে ১৫ ও ১০ হাজার ধনকুবের। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর আরও বেশি সংখ্যক ধনকুবের নিজেদের দেশ ছেড়ে পাকাপাকি ভাবে পাড়ি দিচ্ছেন অন্য দেশে।
ব্রিটেনের ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতের পরে চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছে হংকং ও ইউক্রেন। এই দুই দেশেই রাজনৈতিক উথালপাথাল চলছে। প্রধানত সেই জন্য এই দুই দেশ ছেড়ে যাচ্ছেন ধনকুবেররা। পরিসংখ্যান অনুসারে, হংকং থেকে এ বছর ৩ হাজার কোটিপতি চলে গিয়েছেন। একই ভাবে ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন ২৮০০ ধনকুবের। এমনকী, ব্রিটেন থেকেও ১৫০০ ধনকুবের পাকাপাকি ভাবে চলে গিয়েছেন।
কিন্তু কেন হঠাৎ নিজেদের দেশ ছাড়ার হিরিক উঠল ধনকুবেরদের মধ্যে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত পাঁচটি কারণে ধনকুবেররা দেশ ছাড়ছেন।
১. ধনকুবেররা থাকার জন্য এমন দেশ বেছে নিচ্ছেন যেগুলি অর্থনৈতিক ভাবে শক্তিশালী।
২. নিজেদের দেশের অর্থনীতি এবং অভ্যন্তরীণ সুরক্ষা জনিত কারণে তাঁরা নিজেদের দেশে আর থাকতে চাইছেন না।
৩. তাঁরা যে সব দেশে যাচ্ছেন, সেখানে শিক্ষা, স্বাস্থ্যের মতো পরিষেবা অনেক বেশি উন্নত। তাই জীবনযাপনের জন্য বেছে নিচ্ছেন এই দেশগুলিকে।
৪. এছাড়াও এই দেশগুলিতে অপরাধের হার কমার ফলে তা ধনকুবেরদের আকৃষ্ট করছে।
৫. এই দেশগুলিতে বাণিজ্যিক সুযোগ এবং করের উপর ছাড় বেশি থাকায় ধনকুবেররা বেছে নিচ্ছেন এগুলিকে।
কোথায় যাচ্ছেন বিশ্বের কোটিপতিরা? জানা গিয়েছে, এই মুহূর্তে বিশ্বের তাবড় ধনকুবেরদের মনপসন্দ দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর। এ বছর ৪ হাজার ধনকুবের থাকা শুরু করেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। অন্যদিকে ৩৫০০ জন গিয়েছেন অস্ট্রেলিয়া এবং ২৮০০ জন সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। পাশাপাশি, কিছু ধনকুবের আবার বেছে নিতে চেয়েছেন মেক্সিকো, ব্রিটেন ও ইন্দোনেশিয়াকে। গত দু’দশকে ৮০ হাজার কোটিপতি পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়।
এশিয়ার ধনকুবেরদের প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে সিঙ্গাপুরের নাম। ২০২২ সালে প্রায় ২৮০০ ধনকুবের সিঙ্গাপুর গিয়েছেন। তার কারণ এই দেশটি এশিয়ার অন্যতম সেরা দেশ হিসেবে উঠে আসছে। তাই বিশ্বের ধনকুবেরদের পাশাপাশি এশিয়ার বংশোদ্ভুত মানুষও এই দেশটিকে বেছে নিচ্ছেন। তার কারণ এখানে প্রচুর সংখ্যক তাঁদের ধর্মের মানুষ রয়েছেন।
যদিও ভারত এই তালিকায় তিন নম্বরে থাকলেও তা থেকে উদ্বেগের কোনও কারণ নেই। ভারতে প্রায় ৩.৫৭ লক্ষ কোটিপতি রয়েছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে, মাত্র ২ শতাংশ ধনকুবের দেশ ছেড়ে দিয়েছেন। যদিও ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ ধনকুবের ভারত ছাড়তে পারেন। অন্যদিকে, এ বছরের শেষের মধ্যে ইউক্রেনের ৪২ শতাংশ ধনকুবের দেশ ছাড়বেন। তার প্রধান কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।