দিল্লিতে শূন্যের হ্যাটট্রিক কংগ্রেসের! কোন ভুলে রাজধানীর বুকে খাতাই খুলতে পারছে না হাত শিবির?

বাংলাহান্ট ডেস্ক : বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণিত করে দিল্লিতে (Delhi Election) গেরুয়া ঝড়। আবার অন্যদিকে কংগ্রেসের ফলাফলও মিলে গেল বুথ ফেরত সমীক্ষার সাথে। দিল্লির ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে পদ্ম শিবির এগিয়ে রয়েছে ৫০ টি আসনে।

দিল্লিতে (Delhi Election) কংগ্রেসের ব্যর্থতা

অন্যদিকে, ২০ টি আসনে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থীরা। সকালের দিকে গণনা শুরুর সময় কংগ্রেস (Indian National Congress) ১ টি আসনে এগিয়ে ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটুকুও হাতছাড়া হল হাত শিবিরের। গণনার ট্রেন্ড বলছে, প্রায় আড়াই দশক পর দিল্লির ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।

আরোও পড়ুন : এবার ঘুচবে বদনাম! রাজ্যের এই জেলায় হবে ঢালাও কর্মসংস্থান, তৈরী হচ্ছে শিল্প পার্ক

দিল্লি বিধানসভার ৭০ টি আসনের মধ্যে অধিকাংশ আসনে আম আদমি পার্টির প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। তবে দিল্লির বিধানসভা নির্বাচনে (Delhi Election) যে এবারও কংগ্রেস দাগ কাটতে পারল না তা স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই। প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নেতৃত্বে একটানা ১৫ বছর দিল্লিতে রাজ করেছে কংগ্রেস।

আরোও পড়ুন : শুরুর আগেই বিরাট সিদ্ধান্ত চ্যানেলের, আমূল বদলে গেল জি এর আসন্ন মেগা!

সেই কংগ্রেসই এবারও খাতা খুলতে পারল না রাজধানীর বুকে। যত সময় এগোচ্ছে ততই কংগ্রেসের শূন্য আসনের হ্যাটট্রিক নিশ্চিত হতে চলেছে। দিল্লিতে নির্বাচনী প্রচারে (Delhi Election) অবশ্য বিন্দুমাত্র ত্রুটি রাখেনি হাত শিবির। মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গাঁধী নির্বাচনের আগে একাধিক সমাবেশ করেন দিল্লি জুড়ে।

আম আদমি পার্টির দুর্নীতিকে ইস্যু করে ভোটের ময়দানে নামেন তাঁরা। নির্বাচনের আগে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, ‘কেজরিওয়ালজি কিছু বছর আগে এসেছেন। আমার মনে আছে, বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েছিলেন। আপনাদের মনে আছে? ছোট গাড়িতে চড়তেন। আজ ওই কেজরিওয়ালজি শিশমহলে থাকেন।’ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কংগ্রেস ও আম আদমি পার্টি দুজনেই সম্পূর্ণ বিজেপি বিরোধী।

Indian National Congress failure Delhi Electionতবে এই দুই পার্টি একে অপরের ঘাড়ে ক্রমাগত দোষ চাপাতেই ব্যস্ত। আর সেই ফায়দাই তুলে নিচ্ছে গেরুয়া শিবির। ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস শুন্য আসনে নেমে আসে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনেও যদি কংগ্রেস খাতা খুলতে না পারে, তাহলে দিল্লিতে শূন্য আসনের হ্যাটট্রিক করা এখন শুধু সময়ের অপেক্ষা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর