ভারতের মাটিতে এই প্রথম, নৌসেনার শক্তিবৃদ্ধি করতে খাস কলকাতায় তৈরি বিধ্বংসী বন্দুক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির মধ্যে ক্রমাগত শক্তিবৃদ্ধি করে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষেই প্রমাণ হয়ে গিয়েছে ভারতীয় সেনার পরাক্রম। এবার নৌবাহিনীর (Indian Navy) হাত আরো শক্তিশালী করতে যুক্ত হল নতুন অস্ত্র। খাস কলকাতায় ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিশেষ বিধ্বংসী বন্দুক ‘নাভাল সারফেস গান’। ইতিমধ্যেই সমুদ্রে সফল ট্রায়াল করা হয়েছে এই বন্দুকের।

ভারতীয় (Indian Navy) প্রযুক্তিতে তৈরি হয়েছে নতুন বিধ্বংসী বন্দুক

গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে তৈরি হয়েছে এই বিশেষ মিসাইল ধ্বংসকারী বন্দুক। জানা যাচ্ছে, ভারতীয় নৌসেনা (Indian Navy) নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এই বন্দুক। দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই বিধ্বংসী বন্দুক তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। মাঝ সমুদ্র থেকেই যুদ্ধজাহাজে ব্যবহার করা যাবে এই বিশেষ বন্দুক। ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে এই নাভাল সারফেস গানের ট্রায়াল রান করা হয়েছে।

Indian navy built new naval surface gun

কী বিশেষত্ব এই বন্দুকের: জানা যাচ্ছে, এই নাভাল সারফেস গান প্রায় ৭৬ মিলিমিটারের এবং ১০০ মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন। এই বিশেষ বন্দুক থেকে প্রতি মিনিটে ২০০ থেকে ৫৫০ রাউন্ড গুলি ছোড়া যাবে। শত্রুপক্ষের মিসাইলকে নিমেষে ধ্বংস করতে দিতে পারবে এই নাভাল সারফেস গান।

আরো পড়ুন : ‘বাংলাদেশের মিডিওকার গায়ক’, সারেগামাপা ‘আদিখ্যেতা’ করেছে! ধর্ষণে অভিযুক্ত নোবেলকে কটাক্ষ তসলিমার

সব যুদ্ধজাহাজে ব্যবহার হবে এই বন্দুক: গুরুত্বপূর্ণ বিষয় হল, এতদিন পর্যন্ত রাশিয়ান সংস্থাই তৈরি করত এই ধরণের বিধ্বংসী বন্দুক। কিন্তু আত্মনির্ভর ভারতের আওতায় এবার নিজস্ব প্রযুক্তিতে আরো একটি শক্তিশালী অস্ত্র তৈরি করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। জানা যাচ্ছে, এই মুহূর্তে নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজে এই বিশেষ বন্দুক ব্যবহার করা হচ্ছে। কিন্তু এবার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়ায় এবার তা সবকটি যুদ্ধজাহাজেই বসানো যাবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন : ISI এর সঙ্গে সরাসরি যোগের সন্দেহ, পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল জ্যোতির, বড় কিছু অনুমান করছেন গোয়েন্দারা?

উল্লেখ্য, বর্তমানে ভারত পাকিস্তান উত্তেজনার আবহে ভারতীয় যুদ্ধজাহাজগুলিতে এই সারফেস গানগুলি বিশেষ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় নৌবাহিনী এই নাভাল সারফেস গানগুলি পেলে আরো শক্তিবৃদ্ধি হবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X