বাংলা হান্ট ডেস্ক: সোমবার ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমির্যাল করমবীর সিং জানালেন, ভারতীয় গোয়েন্দাদের কাছে বিশেষ সূত্রে আসে খবর যে, ভারতে হামলার ছক করছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।এই পরিকল্পনা বাস্তবায়িত করতে জঙ্গিদের প্রশিক্ষণও দিচ্ছে জইশের ‘আন্ডারওয়াটার উইং’। সোমবার পুনেতে তিনি বলেন, ” গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি, জইশ-ই-মহম্মদের আন্ডারওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি। কোনও ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করতে ভারতীয় নৌসেনা সজাগ আছে।”
ভারতে এই হামলা আটকানোর জন্য সমুদ্রপথ দিয়ে যে কোনও ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিও সতর্ক রয়েছে । এইদিন এই আশ্বাস ই ভারত বাসীকে দেন তিনি।পাকিস্তানের জলপথে আক্রমণকে ধুলিস্মাৎ করতে প্রস্তুত ভারতীয় নৌসেনা।