দুর্দান্ত খবর! এবার খেল দেখাবে Indian Navy! নয়া মাস্টারস্ট্রোক সরকারের, ধরাশায়ী হবে শত্রুরা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত সরকারের বড় উদ্যোগ। দুটি পারমাণবিক সাবমেরিন (nuclear submarine) নির্মাণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩১টি প্রিডেটর ড্রোন (predator drone) কেনার অনুমোদন দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি।

শক্তি বাড়ছে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)

নতুন এই সাবমেরিন ও ড্রোনের ফলে আরো শক্তিশালী হতে চলেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) এবং প্রতিরক্ষা বাহিনীর নজরদারি। সূত্রের খবর, দুটি পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী। এর ফলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে ভারত মহাসাগর অঞ্চলে।

Indian Navy

বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারের সাথে ৪৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে দুটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের। লার্সেন অ্যান্ড টুব্রোর মতো আন্তর্জাতিক মানের সংস্থাও অংশ নিতে চলেছে এতে। সমুদ্রের তলদেশে নৌবাহিনীর সক্ষমতা আরো জোরদার করে তুলতে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

আরোও পড়ুন : জাতীয় টাস্ক ফোর্সের কাজে ‘অসন্তুষ্ট’! আরজি কর মামলার পরবর্তী শুনানি কবে? কী বলল সুপ্রিম কোর্ট

জলের নিচের ধারণক্ষমতার অভাব দূর করার জন্য অনেক আগেই এই বিষয়ে পরিকল্পনা করা হয়। তবে দীর্ঘদিন ধরে আটকে ছিল চুক্তি। উন্নত প্রযুক্তির ভেসেল প্রকল্পের অধীনে নির্মাণ করা হবে এই সাবমেরিনগুলি। আমেরিকান জেনারেল অ্যাটমিক্স থেকে ৩১ টি প্রিডেটর ড্রোন কেনা হবে সিসিএস কর্তৃক অনুমোদিত অন্য একটি চুক্তি অনুযায়ী।

submarine

জানা গেছে, ৩১টি ড্রোনের মধ্যে ১৫ টি ড্রোন পেতে চলেছে ভারতীয় নৌসেনা। ৮টি করে ড্রোন পেতে চলেছে সেনাবাহিনী এবং বিমানবাহিনী। উত্তরপ্রদেশের নিজস্ব দুটি স্টেশনে ড্রোনগুলি মোতায়েন করবে সেনা ও বায়ুসেনা। মেক ইন ইন্ডিয়ার উপাদান হিসেবে DRDO এবং বেসরকারী সেক্টর ফার্ম সোলার ইন্ডাস্ট্রিজ ৩১ টি ড্রোনের সরঞ্জাম প্রস্তুত করবে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর