বাংলাহান্ট ডেস্ক : জলের তলায় ভারতকে (Indian Navy) আরো শক্তিশালী করতে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। ২,৮৬৭ কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রচলিত সাবমেরিনের সহনশীলতা বৃদ্ধি এবং কালভারি-ক্লাস সাবমেরিনে বৈদ্যুতিন হেভিওয়েট টর্পেডো (ইএইচডব্লিউটি) সংহত করার লক্ষ্যে।
ভারতীয় নেভিতে (Indian Navy) নয়া চমক
প্রতিরক্ষা মন্ত্রক ১,৯৯০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত করেছে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের সাথে। ৮৭৭ কোটি টাকার অপর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ফ্রান্সের নেভাল গ্রুপের সাথে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে সোমবার নয়া দিল্লিতে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।
ডিআরডিও-এআইপি সিস্টেমের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) প্লাগ নির্মাণ এবং ভারতীয় সাবমেরিনের সংহতকরণের জন্য ২,৮৬৭ কোটি টাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালভারি-ক্লাস সাবমেরিনে ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডোর (ইএইচডব্লিউটি) সংহতকরণ করা হবে এই চুক্তির মাধ্যমে।
আরোও পড়ুন : রেডি থাকুন! রাতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার তুমুল বদল, আবহাওয়ার মেগা আপডেট
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এআইপি প্রযুক্তি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) (Defence Research Development. Organization)। মন্ত্রকে তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই চুক্তি।
আরোও পড়ুন : মমতাই ‘দুষ্টু লোক’! সন্দেশখালিতে পাল্টা সভা করে বিস্ফোরক শুভেন্দু
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন এই দুটি চুক্তি আরো শক্তিশালী করবে ভারতীয় নেভিকে (Indian Navy)। এমডিএলে নির্মাণ করা হয়েছে কালভারি শ্রেণির ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে কার্যকরী ভূমিকা পালন করে এই ধরনের জলযানগুলি।
এগুলি অ্যান্টি সারফেল ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ, দূর পাল্লার যুদ্ধ, স্পেশাল অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।বর্তমানে ভারতীয় নেভিতে (Indian Navy) রয়েছে এই ধরনের ৫টি সাবমেরিন। পাশাপাশি ভারতীয় নেভির হাতে আসতে চলেছে আরো একটি সাবমেরিন। প্রজেক্ট ৭৫ নামক প্রকল্পটিতে খরচ হতে চলেছে ২৩,৫৬২ কোটি টাকা।