আর লাগবে না গ্যাস সিলিন্ডার, উনুন! এবার এভাবেই হবে রান্না, নয়া উদ্যোগ ইন্ডিয়ান অয়েলের

বাংলাহান্ট ডেস্ক : গ্যাস সিলিন্ডারের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। এলপিজির (Liquefied petroleum gas) দাম যদি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে রয়েছে বিকল্প ব্যবস্থা। নতুন সোলার স্টোভ (Solar Stove) চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূর্যের আলোয় কাজ করবে এই সোলার স্টোভ।

সূর্য নূতন (Surya Nutan) নামে সোলার স্টোভ বাজারে এনেছে সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (Indian Oil Corporation)। এই স্টোভ তৈরি করেছে ফরিদাবাদের ইন্ডিয়ান অয়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকা পড়ছে দিল্লিতে। তবে এই সোলার স্টোভ ইনস্টল করলে বিনামূল্যে রান্না করতে পারবেন আপনি।

আরোও পড়ুন : পড়ুয়াদের জন্য বড় পদক্ষেপ! বই খুলে দেওয়া যাবে পরীক্ষা, কবে থেকে হবে শুরু? জেনে নিন বিস্তারিত

রোদের আশেপাশে এই স্টোভ রাখার প্রয়োজন নেই। আপনি আপনার রান্নাঘরেই রাখতে পারবেন এই স্টোভ। এই স্টোভের সাথে রয়েছে একটি তার যেটি ছাদে থাকা সোলার প্লেটের সাথে সংযুক্ত। এই সোলার প্লেটে উৎপন্ন হয় শক্তি। সেই শক্তি তারের মাধ্যমে পৌঁছে যায় স্টোভ পর্যন্ত। একবার টাকা খরচ করে  আপনাকে কিনতে হবে এই সোলার স্টোভ।

img 20240223 192723

তারপর এটি চালানোর জন্য আর খরচ করতে হবে না।সোলার স্টোভের বেস ভেরিয়েন্টের দাম ১২,০০০ টাকা এবং এর শীর্ষ ভেরিয়েন্টের দাম ২৩,০০০ টাকা রাখা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://iocl.com/pages/SuryaNutan – এই ওয়েবসাইটে। এই সোলার স্টোভ ব্যবহারের জন্য প্রয়োজন হবে না ইনস্টলেশনের। ১০ বছর পর্যন্ত কাজ করবে এই স্টোভ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর