বাংলহান্ট ডেস্কঃ পুজোর মুখে বেকারদের জন্য সুখরব নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)। ৫১৩ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে কর্মী। জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র দেওয়া হচ্ছে। তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদনের ক্ষেত্রে ফর্ম বাতিল হতে পারে।
পদ এবং শূণ্যপদ সংখ্যা জানালেও, কর্মস্থান, বেতন, কাজের ধরণ, পদ্ধতি, এমনকি আবেদন করার সময়সীমা সম্পর্কে বিশদে কিছুই জানানো হয়নি। তবে বয়সসীমা বলা হয়েছে, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৩০.০৯.২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছর বয়স হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ৩ বছর ছাড় দেওয়া হবে। তবে সবক্ষেত্রেই দশম/ দ্বাদশ শ্রেণির সার্টিফিকেট দেখেই বয়স গ্রহণযোগ্য হবে।
শূণ্যপদ সংখ্যাঃ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩২ টি, জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেনটেশন)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩৭ টি, জুনিয়ার ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট-IV/ জুনিয়ার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট- IV: ৪ টি, জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (প্রোডাকশন): ২৯৬ টি,জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৬৫ টি, জুনিয়ার নার্সিং অ্যাসিস্ট্যান্ট-IV: ১ টি, জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার এবং সেফটি): ১৪ টি, জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (পি এবং ইউ): ৩৫ টি, জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV: ২৯ টি।
আবেদনের জন্য ক্লিক করুন https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_sep21.aspx-এই ওয়েবসাইটে এবং বিশদে জানতে খোঁজ নিন IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.iocrefrecruit.in/ -এ গিয়ে।