বাংলা হান্ট ডেস্কঃ প্রকৃত বন্ধু। পাকিস্তানের সঙ্গে সংঘাতের (India- Pakistan) আবহে ফের ভারতের পাশে এসে দাঁড়াল বন্ধু রাশিয়া। বাড়িয়ে দিল বন্ধুত্বের শক্ত হাত। মস্কো থেকে পাঠানো হল ‘ব্রহ্মাস্ত্র’ অত্যাধুনিক ‘ইগলা-এস’ ক্ষেপণাস্ত্র (Russian Missile Igla-S)। একদিকে যখন চিন এবং তুরস্কের সমর্থনে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে ইসলামাবাদ। সেই সময় বন্ধুর হাতে হাত রেখে প্রস্তুত ভারতও।
ভারতের হাতে এল ‘ব্রহ্মাস্ত্র’ (Indian- Pakistan)
জানা গিয়েছে, ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে ‘ইগলা-এস’ ক্ষেপণাস্ত্র আনা হয়েছে কিছুদিন আগেই। শত্রু নিধনে এই ‘ব্রহ্মাস্ত্র’ কিনতে রাশিয়ার সঙ্গে ২৬০ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার।
এই ইগলা-এস একটি কাঁধে বহনযোগ্য, যা সহজেই বাহিনী বয়ে নিয়ে যেতে পারবে। খুব স্বল্প-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম) যা কম উড়ন্ত বিমানকে নিষ্ক্রিয় করার জন্য আদর্শ। এই ক্ষেপণাস্ত্র মূলত পশ্চিমাঞ্চলীয় সীমান্তে বিমান প্রতিরক্ষা বাহিনীর হাত আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/rKoOVAbvDAY?si=U4VST9qHddwI6Fvj
প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই ভারতীয় সেনাবাহিনী এই ইগলা-এস বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নতুন সরবরাহ পেয়েছে। সীমান্তে শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনের হুমকি মোকাবেলায় সামনের দিকের বাহিনীগুলিকে এগুলি সরবরাহ করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে মাঝ-আকাশেই ড্রোন এবং যুদ্ধকপ্টার ধ্বংস করা যাবে।
‘ইগলা-এস’র সাহায্যে বাড়তি সুরক্ষাকবচ গড়ে তুলবে সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১৯৯০ সাল থেকে ‘ইগলা’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে ভারতীয় ফৌজ। তবে ক্ষেপণাস্ত্রটির নতুন যে ব্যাচ ইগলা-এস বাহিনীর হাতে এসেছে তা পুরনো অস্ত্রগুলির তুলনায় অনেক বেশি উন্নত ও উচ্চ ক্ষমতাসম্পন্ন।