পুলিশ ভেরিফিকেশনের ঝঞ্ঝাট শেষ! আরও তাড়াতাড়ি পেয়ে যাবেন পাসপোর্ট

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে কর্মসূত্রে কিংবা পড়াশোনার জন্য অথবা ভ্রমণ পিপাসু পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার হিড়িক লেগেই থাকে সারা বছর। কিন্তু বিদেশ যাওয়ার জন্য সবার কাছেই  অত্যন্ত জরুরি হল পাসপোর্ট (Passport)। আসলে  বিনা পাসপোর্টে অন্য দেশের প্রবেশ করা এক কথায় অসম্ভব।

এক কথায় বিদেশ ভ্রমণের জন্য মূল চাবিকাঠি হল এই পাসপোর্ট। কারণ পাসপোর্টই এখন বিভিন্ন দেশের নাগরিকত্বের প্রমাণ দেয়। হ্যাঁ কিন্তু এই পাসপোর্ট করতে গিয়েই অনেক সময় অকারণ হয়রানির শিকার হন নাগরিকরা। বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনের (Police Varification) পদ্ধতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়।অনেক সময় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার-ও  অভিযোগও ওঠে। যার ফলে পাসপোর্ট পেতেই সময় লেগে যায় অনেক দিন।

বিদেশ-মন্ত্রীর সিদ্ধান্ত:

সাধারণত দেখা যায় কোনো আবেদনকারী পাসপোর্টের জন্য আবেদন জানালে তার জন্য পুলিশি ভেরিফিকেশনে সময় লাগে অন্ততপক্ষে ১৪ দিন। কিন্তু জরুরি কাজের ক্ষেত্রে সময় অনেক বেশি লেগে যায়। এবার কেন্দ্রীয় সরকারের তরফে এই সময় আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন: বাজারের ব্যাগে করে বাচ্চা চুরি? দত্তপুকুর লোকালে হাতেনাতে ধরা পড়লেন মহিলা! ভাইরাল ভিডিও

জানা যাচ্ছে, পুলিশ ভেরিফিকেশনের সময় হ্রাস করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ একযোগে কাজ করছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে, পর্যটন বিকাশ, বিশ্বজুড়ে গতিশীলতা বৃদ্ধি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক, সুরক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইনি পরিচয়ের মাধ্যমে পাসপোর্টগুলি দেশের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এই পুলিশ ভেরিফিকেশনের প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশে ৪৪০টি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু রয়েছে। যার মধ্যে সারা দেশে ৯৩টি পাসপোর্ট সেবা কেন্দ্র, ৫৩৩টি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ৩৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। পাশাপাশি, ২৫ টি রাজ্যের মধ্যে ৯টি থানায় এমপাসপোর্ট পুলিশ অ্যাপ চালু করা হয়েছে।

passport 1

কাজে গতি আনতেই ইতিমধ্যে কাগজবিহীন ডকুমেন্টেশন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এই পাসপোর্ট সেবা সিস্টেমটি ডিজি লকার সিস্টেমের সাথে সফলভাবে যোগ করা হয়েছে। যার ফলে ভবিষ্যতে পাসপোর্ট পাওয়ার সময় অনেকটাই কমতে যাবে বলে মনে করা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর