ফেরাতে হবে চোকসিকে, ডোমিনিকায় অবতরণ করল ভারতীয় বিমান

বাংলাহান্ট ডেস্কঃ মেহুল চোকসিকে (mehul choksi) দেশে ফেরাতে ডোমিনিকায় (dominica) অবতরণ করল ভারতীয় বিমান। ভারত সরকার মেহুল চোকসিকে ফিরিয়ে আনতে বিমান পাঠিয়েছে- এমনটাই দাবি করলেন অ্যান্টিগুয়ার (antigua) প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি।

পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি, বর্তমানে ডোমিনিকায় জেল বন্দী হিসেবে রয়েছেন। অ্যান্টিগুয়ার থেকে পালাতে গিয়ে ডোমিনিকায় ধরা পরেও, সেখানেই জেল বন্দী রয়েছেন মেহুল চোকসি। সম্প্রতি সেখান থেকে তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে করুন অবস্থায় দেখা যায়। এরপরই ডোমিনিকার বিমানবন্দরে একটি ভারতীয় প্রাইভেট জেট দেখা যায়। ওই বিমান ভারত থেকে মেহুল চোকসিকে নিতে এসেছে বলে দাবি করছেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি।

cccbahdfwgfb

তিনি জানান, ‘সম্ভবত নিজেদের দেশের আদালত থেকে কিছু নথিপত্র পাঠিয়ে ভারত সরকার প্রমাণ করতে চাইছে, মেহুল চোকসি পলাতক। আর এই তথ্য চোকসির বিরুদ্ধে ডোমিনিকার আদালতে ব্যবহার করা হবে। তবে আমার ধারণা, মেহুল চোকসিকে ফিরিয়ে নিয়ে গিয়ে দেশের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে ভারত সরকার’।

প্রসঙ্গত, অ্যান্টিগুয়া ও বারবুডা (Antigua and Barbuda) থেকে সম্প্রতি পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে (Mehul Choksi) প্রতিবেশ দেশ ডোমিনিকায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ‘ইয়েলো নোটিশ” জারি করেছিল। অ্যান্টিগুয়া দ্বারা ইন্টারপোলের ইয়েলো নোটিশ জারি করার পর ডোমিনিকায় পুলিশ মঙ্গলবার রাতে চোকসিকে গ্রেফতার করে। অ্যান্টিগুয়া নিউজ রুম অনুযায়ী, অ্যান্টিগুয়া আর বারবুডার নাগরিকত্ব নেওয়ার পর ২০১৮ সাল থেকে সেই দেশেই ছিলেন এই মেহুল চোকসি।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর