বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বছরে ৩ ফরম্যাটেই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। তারা যে প্রতি ফরম্যাটে বিশ্বমানের পারফরম্যান্স করে চলেছে এমনটা বলা যাবে না। তবে বেশ কিছু তারকা আছেন যারা তিনটি ফরম্যাটেই ভারতের হয়ে মাঠে নেমেছেন।
তবে এর মধ্যে মাত্র তিনজন এমন তারকা রয়েছেন যারা একের বেশি ফরম্যাটে ম্যাচের সেরা আর পুরস্কার পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দল অভিযান শুরু করার আগে আজ সেই তিন ক্রিকেটারকে নিয়েই এই প্রতিবেদন।
১. শুভমান গিল: এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে আলোচিত তারকা। ব্যাট হাতে চলতি বছরের প্রথম থেকে অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। ওডিআই ফরম্যাটে করেছেন দ্বিশতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়েছেন ম্যাচের সেরা। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের জার্সিতে করেছেন শতরান। সেখানেও ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন তিনি। আহমেদাবাদ টেস্টে বিরাট কোহলি জলে না উঠলে হয়তো তিন ফরম্যাটেই ম্যাচের সেরা হওয়ার রেকর্ড করে ফেলতেন তিনি অর্ধেক বছরের মধ্যেই।
২. রবীন্দ্র জাদেজা: দীর্ঘদিন পর চোট কাটিয়ে চলতি বছরের প্রথম দিকে ভারতীয় দলের প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। জিতেছেন ম্যাচের ফেরার পুরস্কারও। এরপর ওডিআই ফরমেটে ভারত এবং অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হয়েছিল একে অপরের তখন ভারত সিরিজ হারলেও সিরিজের যে ম্যাচটিতে ভারত জয় লাভ করেছিল সেই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন জাদেজা।
৩. বিরাট কোহলি: চলতি বছরটা মিশ্রভাবে কাটছে বিরাট কোহলির। কখনো কখনো তিনি দুর্দান্ত, আবার কখনো কখনো বিশ্রী ভাবে হতাশ করছেন সমর্থকদের। এরই মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদে দুর্দান্ত শতরান করে ম্যাচ সেরার শিরোপা জুটেছিল তার কপালে।