বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপে (2023 Asia Cup) আজ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আজ বৃষ্টি যদি বিঘ্ন না ঘটায়, তাহলে বহুদিন পর এই ফরম্যাটে পাকিস্তান বনাম ভারত (India vs Pakistan) দ্বৈরথ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। কিন্তু তার আগে নেপালের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স দেখে ভারতীয় দল কিছুটা চাপে থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ওপেনিংয়ে অপশন:
রোহিত শর্মা যে আজ ওপেন করছেন সে সম্পর্কে সকলেই নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে তার সঙ্গে জুড়িদার হিসাবে কে থাকবে? ভারতের হাতে দুটি অপশন রয়েছে এই মুহূর্তে। যদি রোহিত নিজের অভ্যাস বদলাতে না চান তাহলে তিনি নামবেন শুভমান গিলকে নিয়ে। আর যদি তিনি ওপেনিংয়ে ডান হাতি ও বাঁ-হাতি কম্বিনেশন চান তাহলে তার হাতে রয়েছে ঈশান কিষাণ।
ঈশান কি থাকবেন?
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ঈশান কিষাণ আজ একাদশে থাকবেন তবে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন শুভমান গিলই। যেহেতু ঈশান অসাধারণ ফর্মে রয়েছেন তাই তাকে বাদ দেওয়া হচ্ছে না। পরিস্থিতি অনুযায়ী তিনি যে কোনও জায়গায় ব্যাটিং করতে পারেন। তাকে নিয়ে কয়েকটা অপশন আলাদা করে ভেবে রাখছে টিম ম্যানেজমেন্ট।
মিডল অর্ডার:
এছাড়া বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স আইয়ারকে জুড়ে মিডল অর্ডার সাজাবেন রোহিত। অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। ভারতের ব্যাটিং এর গভীরতা এই দুই অলরাউন্ড উপস্থিতির কারণে অনেকটাই বেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: বাজে দল বলে নয়, এই বিশেষ কারণে পাকিস্তানের কাছে হারবে ভারত! বলে দিলেন শোয়েব আখতার
বোলার:
আবহাওয়ার কথা মাথায় রেখে তিনি পেসার ও একজন জেনুইন স্পিনার নিয়ে মাঠে নামবেন রোহিত। বৃষ্টির জন্য আজ ম্যাচে ভেস্তে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে যদি ম্যাচ আয়োজিত হয় তাহলে মেঘলা আবহাওয়ায় পেসাররা সুবিধা পাবেন। স্পিনার হিসেবে জাদেজার সঙ্গ দেবেন কুলদীপ। দলে তিন পেসার হিসেবে থাকবেন মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরা।
আরও পড়ুন: কেমন করে সামলাবেন পাকিস্তানের বোলিং আক্রমণ? ম্যাচের আগেই জানিয়ে দিলেন রোহিত
সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা