ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না ‘পাকিস্তান জিন্দাবাদ’, এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের (India) মাটিতে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) পা রাখার পর তাদের রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল। হায়দ্রাবাদে নিজেদের প্রথম দুটি বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচ খেলেছিলেন বাবর আজমরা। কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে আসার পর তাদের সময়টা যেন একেবারেই ভালো কাটছে না বিভিন্ন দিক দিয়ে। মাঠ এবং মাঠের বাইরে একাধিক সমস্যায় জর্জরিত বাবররা।

হায়দ্রাবাদে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারানোর পর আচমকায় ছন্দপতন ঘটে পাকিস্তান দলের। আহমেদাবাদ এক লক্ষ দর্শকের সামনে ভারতের বিরুদ্ধে লজ্জার হার শিকার করতে হয়েছিল তাদের। এরপর ব্যাঙ্গালোরে (Bangalore) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Pakistan vs Australia) মরিয়া লড়াই করেও খুব বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।

আর এই দুটি হারা ম্যাচের ক্ষেত্রেই ম্যাচের বাইরের কিছু ভক্ত সংক্রান্ত ঘটনা শিরোনামে এসেছে। আহমেদাবাদে রিজওয়ান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় কিছু ভারতীয় ভক্তরা তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেন। সেই নিয়ে অবতীর্ণ হয়েছিল বিতর্ক।

আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছেন শুভমান গিল! গ্যালারিতে আনন্দে লাফালাফি সারা টেন্ডুলকারের, ভাইরাল ভিডিও

আর ব্যাঙ্গালোরে নিজের দলকে সমর্থন করার সময় এক পাকিস্তান সমর্থক ‘পাকিস্তান জিন্দাবাদ’ উক্তি করলে এক পুলিশ কর্মী তাকে এসে বাধা দেন। এই ঘটনার অবশ্য প্রতিবাদ করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পর্যায়ের ক্রিকেটপ্রেমীরা। একজন নিজের দলকে সমর্থন করছেন এবং সেখান থেকে তাকে আটকানোটা একেবারেই উচিত সিদ্ধান্ত ছিল না।

এই সংক্রান্ত একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেখানে ওই ভক্তকে ওই পুলিশের প্রতি আশ্চর্য হয়ে প্রশ্ন করতে দেখা যাচ্ছে যে পাকিস্তানকে সমর্থন করতে হলে পাকিস্তান জিন্দাবাদ কেন বলা যাবে না। জবাবে দেখা যাচ্ছে পুলিশ কর্মীটি জিন্দাবাদ কথাটির ওপর আপত্তি জানিয়ে সেই স্থান দ্রুত ত্যাগ করছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর