বাংলা হান্ট ডেস্ক: সদ্যই শেষ হয়েছে আইপিএল (Indian Premier League) ২০২৫-এর মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় বসেছিল এই মেগা নিলামের আসর। আশাই ছিল এবছর আইপিএলের নিলামে টাকার ঝড় উঠবেই। আর সত্যি সত্যি নিলাম শুরু হতেই রীতিমত ঝড় উঠতে শুরু করে। দুদিনের এই নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৮২ জন খেলোয়াড়কে ঝুলিতে ভরে নেয়। আর তার জন্য খরচ করতে হয়েছে মোট ৬৩৯.১৫ কোটি টাকা। তবে এবারে নিলামে ৫ ক্রিকেট তারকার ভাগ্য বদলেছে। দল বদলাতেই তাদের দাম বেড়ে গেছে হুহু করে। ২৫ এর আইপিএলে (IPL) এরাই “বহুমূল্যবান” ক্রিকেট তারকা।
আইপিএলের (Indian Premier League) সবচেয়ে দামি পাঁচ ক্রিকেটার:
১) ঋষভ পন্থ (Rishav Pant): আইপিএলের (Indian Premier League) নিলামে ঋষভ পন্থ টাকার ঝড় তুলবে সে কথা সকলেরই জানা ছিল। তবে দাম যে এতটা বাড়বে সেটা কেউ আশা করতে পারেনি। আইপিএলের নিলামে তিনি ইতিহাস গড়লেন। ২২ গজের ময়দানে তিনি একজন বিস্ফোরক প্লেয়ার। আর সেই প্লেয়ারকে এবছর ২৭ কোটি টাকার বিনিময়ে কিনে নিল লখনৌ সুপার জায়েন্টস। দিল্লি ক্যাপিটালসের সাথে সম্পর্ক ভেঙে এখন নতুন করে সম্পর্ক গড়লেন এই দলের সাথে। জানা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে তিনি হয়তো হতে পারেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
২) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer): বর্তমানে ভারতের ক্রিকেট জগতে তিনি উজ্জ্বল নক্ষত্র। যে দলের হয়ে খেলেছেন সেই দলকেই সেরা সেরা শিরোপা এনে দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক, এবং কলকাতা নাইট রাইডার্স এর শিরোপাজয়ী প্রাক্তন অধিনায়ক এবার পাঞ্জাব কিংসের অন্যতম প্লেয়ার। পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে তাকে। মিডিল ওর্ডারে এই ব্যাটসম্যানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চলেছে পাঞ্জাব কিংস।
৩) ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer): বর্তমানে কলকাতা নাইট রাইডার্স এক আইয়ারকে ছেড়ে আরেক আইয়ারের উপর ভরসা করছে। দামি ক্রিকেট তারকার তৃতীয় স্থানে থাকা এই ক্রিকেটারকে কিনতে চেয়েছিল প্রত্যেকটি দল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ছিনিয়ে নিল অন্যদের কাছ থেকে। জানা যায়, একসময় এই তারকার বেতন ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ কয়েক শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে। এমনকি ফের একই দলে ফিরে আসতে হয়েছে। জল্পনা চলছে ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের (KKR) অধিনায়ক হতে পারেন।
আরও পড়ুন: ফের ইতিহাস তৈরির পথে ISRO! শুক্রযানের জন্য অনুমোদন সরকারের, কবে হবে লঞ্চ?
৪) যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal): ভারতীয় বোলারদের মধ্যে এই ক্রিকেটারের চাহিদা প্রথম থেকেই তুঙ্গে। বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল টি-টোয়েন্টি সবেতেই অভিজ্ঞতা রয়েছে। আর এবার পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি। ১৮ কোটি টাকার বিনিময়ে খেলবেন এই দলের হয়ে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স, রাজস্থান রয়েলসে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন পাঞ্জাব কিংসে কেমন পারফরমেন্স করেন সেটা দেখার বিষয়।
৫) আর্শদীপ সিং (Arshdeep Singh): বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংয়ের বোলিংয়ে কুপোকাত অনেক ব্যাটসম্যানই। এই বছর ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পঞ্জাব কিংস তাদের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১৮ কোটি টাকার বিনিময়ে ছিনিয়ে নিল আর্শদীপ সিং।
আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুম উড়ল ভারতের এই ৩ প্লেয়ারের! প্লেয়িং ইলেভেনে আর মিলবে না সুযোগ
তবে আশ্চর্যজনকভাবে এবার আইপিএলের (Indian Premier League) নিলামে অনেক খ্যাতনামা প্লেয়ারই আনসোল্ড থেকে গেছে। কোন দলেই জায়গা পায়নি যেসমস্ত প্লেয়ার তাদের নাম- ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, সাকিব আল হাসানের মত বড় বড় খেলোয়াড়রা। এর মধ্যে অনেকেই প্রথম সারির ক্রিকেটার। তারপরও জায়গা না পাওয়ায় ক্রিকেট ভক্তদের মন ভেঙেছে।