ফিরে আসুন…! বিদেশি খেলোয়াড়দের জন্য ফরমান জারি করল ফ্র্যাঞ্চাইজিগুলি, শীঘ্রই শুরু হবে IPL

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে চলমান উত্তেজনার আবহে গত ৯ মে BCCI একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে ১ সপ্তাহের জন্য চলতি মরশুমের IPL (Indian Premier League) স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখন দুই দেশ সামরিক সংঘাত রোধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন পরিস্থিতিতে, BCCI যত তাড়াতাড়ি সম্ভব এই লিগটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু, বর্তমানে এই টুর্নামেন্টের প্রতিটি দলের জন্যই সবচেয়ে বড় চিন্তা হলো তাদের বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই নিজ নিজ দেশে ফিরে গেছেন।

শীঘ্রই শুরু হবে IPL (Indian Premier League):

প্রতিটি দলের সামনে বড় চ্যালেঞ্জ: আসলে, যত তাড়াতাড়ি সম্ভব IPL (Indian Premier League) পুনরায় শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুসারে, ভারত সরকারের অনুমতি পেলে আগামী সপ্তাহে ১৫ মে নাগাদ IPL পুনরায় শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে, এই টুর্নামেন্টের ১০ টি ফ্র্যাঞ্চাইজিই বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

Indian Premier League 2025 will start again soon.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত ৮ মে, জম্মু এবং পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর, ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। তারপর সমগ্র টুর্নামেন্টটিকে স্থগিত করা হয়। এরপর বেশিরভাগ বিদেশি খেলোয়াড় শুক্রবার থেকে শনিবারের মধ্যে ভারত ত্যাগ করেন। এমন পরিস্থিতিতে, এখন সমস্ত দল তাদের বিদেশি খেলোয়াড়দের ভারতে ফিরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

আরও পড়ুন: “যারা সিঁদুর মুছে দিয়েছে….”, যুদ্ধবিরতির পর প্রথম প্রতিক্রিয়া প্রতিরক্ষামন্ত্রীর, স্পষ্ট জানালেন…..

রিপোর্ট অনুসারে, একটি ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফদের রবিবার (১১ মে) ভারত ত্যাগ করার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতিতে সহমত হওয়ার পর, ওই দল কোচিং স্টাফদের সফর স্থগিত করতে বলেছে। তবে, সব দলের কাছেই সবচেয়ে বড় চিন্তা হলো তাদের বিদেশি খেলোয়াড়রা ভারতে ফিরে আসবে কিনা এই নিয়ে। আসলে, এই লিগটি (Indian Premier League) ২৫ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন সময়সূচীতে কিছু পরিবর্তন আনা হবে। এমন পরিস্থিতিতে, কিছু খেলোয়াড় তাঁদের ন্যাশনাল ডিউটির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন: এখনও জারি রয়েছে “অপারেশন সিঁদুর”, জানিয়ে দিল বায়ু সেনা! এবার বড় অ্যাকশনের পথে ভারত?

এই দলের চিন্তা সবচেয়ে কম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অন্যান্য দলের তুলনায়, গুজরাট টাইটান্সের চিন্তা এইদিক থেকে অনেকটাই কম। আসলে, গুজরাটের মাত্র ২ জন বিদেশি খেলোয়াড় জস বাটলার এবং জেরাল্ড কোয়েটজি দেশে ফিরে গিয়েছেন। এমতাবস্থায়, ফ্র্যাঞ্চাইজিটি তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। এদিকে, লখনউ সুপার জায়ান্টসের কিছু বিদেশি খেলোয়াড় ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য যে, ২০২৫ সালের IPL (Indian Premier League)-এ মোট ৫৭টি ম্যাচ খেলা হয়েছে এবং ৫৮ তম ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায়, এই মরশুমে এখনও মোট ১৬ টি ম্যাচ বাকি রয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X