বাংলা হান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই ফুলেফেঁপে উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। অবিশ্বাস্য রকমভাবে বেড়ে চলেছে বাজেট। এমনকি ভারতের এই কোটিপতি লিগের বাজেটের কাছে হার মেনে যায় দুনিয়ার বাকি সমস্ত লিগ। ন্যাশনাল ফুটবল লিগের ঠিক পরেই রয়েছে IPL-র নাম। আর এবার খবর, সেই একই ধাঁচে বাংলায় শুরু হতে চলেছে প্রো টি ২০ লিগ।
সূত্রের খবর, IPL আর বাংলার এই নতুন লিগের নিয়ম কানুন প্রায় একই। ইতিমধ্যেই লগ্নি করার প্রতি আগ্রহ দেখিয়েছে শ্রাচী স্পোর্টস ভেঞ্চার্স এবং সার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড। খুব সম্ভবত আগামি জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই লিগ। সম্প্রতি এই প্রসঙ্গে বড় বয়ান দিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।
এইদিন নয়া লিগ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যে দৃঢ় বন্ধনের সবে সূত্রপাত হয়েছে। আমাদের ভাল কাজ করতে হবে। কী করে বাংলা থেকে আরও প্রতিভা উঠে আসবে তার একটা রূপরেখা তৈরি করে আমাদের এগোতে হবে। বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। এই লিগের মাধ্যমে আরও প্রতিভার উন্মেষ ঘটবে।’
আরও পড়ুন : একধাক্কায় বৃদ্ধি পাচ্ছে LPG গ্যাস সিলিন্ডারের খরচ! মে মাস থেকে চাপে পড়বেন গ্রাহকরা
সূত্র বলছে, আসন্ন লিগে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ গ্রহণ করবে। চলতি মাসেই নাম ঘোষণা পর্ব সেরে ফেলতে চাইছে ভারপ্রাপ্ত কর্মকর্তারা। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যেও দল গঠন করা হবে বলে খবর। ছেলেদের দলে ১৭ জনের খেলোয়াড় নির্বাচন করা হবে এবং মেয়েদের দলে থাকবে ১৬ জনের প্লেয়ার। মোট ৩১টি ম্যাচ হবে বলে খবর।
আরও পড়ুন : শিয়ালদা লাইনে চরম ভোগান্তি, টানা ২০ দিন বন্ধ একাধিক লোকাল! দেখুন তালিকা
সম্প্রতি এই প্রসঙ্গে শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলেন, ‘সিএবির সঙ্গে কাঁধে কাঁধ রেখে বাংলা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে হবে। এই লিগের মাধ্যমে আরও বহু প্রতিভা উঠে আসবে। সার্বিকভাবে তখনই সাফল্য আসবে যে সময় দেশের ক্রিকেটেও এই লিগ থেকে কিছু প্রতিভা দেওয়া সম্ভব হবে। এই লিগের মধ্যে দিয়ে বাংলা ক্রিকেটের গ্রাসরুট স্তরেও ব্যাপক উন্নতি হবে আশা করা যায়।’
আরজিকর কান্ডে বিতর্কিত মন্তব্যের পর, পুজো উদ্বোধনে সৌরভ বললেন, ‘এই শেষ…’