বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL (Indian Premier League)-এর আগে, গভর্নিং কাউন্সিল রিটেনশন, রাইট টু ম্যাচ এবং নিলামের জন্য নতুন নিয়ম নির্ধারণ করেছে। এই নিয়মগুলি IPL ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত কার্যকর হবে। এই নিয়মগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিদেশি খেলোয়াড়দের বেতন সংক্রান্ত বিষয়টি। ক্রিকবাজের রিপোর্টে বলা হয়েছে, এবার বিদেশি খেলোয়াড়দের বেতন নির্ধারণ করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
IPL (Indian Premier League)-এ এবার বিশেষ নিয়ম:
গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুসারে, এই মেগা নিলামে সবচেয়ে ব্যয়বহুল রিটেনশন ব্র্যাকেট হল ১৮ কোটি টাকা। অর্থাৎ, সোজা কথায় ১৮ কোটি টাকার বেশি দিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি কোনও খেলোয়াড়কে ধরে রাখতে পারবে না। এছাড়াও, IPL (Indian Premier League) ২০২৬-এর মিনি নিলামে কোনও বিদেশি খেলোয়াড় এই বছরের মেগা নিলামে সর্বোচ্চ দর পাওয়া ভারতীয় খেলোয়াড়ের চেয়ে বেশি অর্থ পাবেন না।
এভাবেই নির্ধারিত হবে বিদেশি খেলোয়াড়দের বেতন: জানিয়ে রাখি যে, একজন বিদেশি খেলোয়াড়ের বেতন নির্ধারণের জন্য গভর্নিং কাউন্সিলের তৈরি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বেতন হতে পারে ১৮ কোটি টাকা। উদাহরণস্বরূপ, যদি মেগা নিলামে একজন খেলোয়াড়ের ওপর ১৬ কোটি টাকার দর দেওয়া হয়, তাহলে বিদেশি খেলোয়াড়রা ১৬ কোটি টাকার বেশি পাবেন না। কারণ রিটেনশনের তুলনায় নিলামের দাম কম। দ্বিতীয় অবস্থা হল মেগা নিলামে যদি কোনও ভারতীয় খেলোয়াড়ের ওপর ২০ কোটি টাকা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে বিদেশি খেলোয়াড়রাটা সর্বোচ্চ দর হিসেবে ১৮ কোটি টাকা পাবেন। অর্থাৎ এক্ষেত্রে রিটেনশনের দাম নিলামের তুলনায় কম হচ্ছে। তার মানে এখন একজন বিদেশি খেলোয়াড় কোনও অবস্থাতেই ১৮ কোটি টাকার বেশি পাবেন না।
আরও পড়ুন: আর রইলনা বাধা! IPL 2025-এও খেলতে পারবেন ধোনি, লাগু হল বিশেষ নিয়ম
তবে, এটা এমন নয় যে একজন বিদেশি খেলোয়াড়ের জন্য ১৮ কোটি টাকার বেশি বিড করা যাবে না। যদি দু’টি দল একজন বিদেশি খেলোয়াড়ের জন্য ১৮ কোটি টাকার বেশি বিড করে সেই পরিস্থিতির জন্যও নিয়ম নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, একজন বিদেশি খেলোয়াড়ের জন্য ২৫ কোটি টাকা বিড করা হয়েছে। যে দলই এই বিড করবে, তার পার্স থেকে ২৫ কোটি টাকা কমানো হবে, কিন্তু খেলোয়াড়কে দেওয়া হবে মাত্র ১৮ কোটি টাকা। বাকি ৭ কোটি টাকা BCCI-কে প্রদান করা হবে খেলোয়াড়দের ওয়েলফেয়ারের জন্য।
আরও পড়ুন: পুজোর আগে কমবে দাম? বাংলাদেশ থেকে এল ১০ মেট্রিক টন ইলিশ, কি বলছেন বিক্রেতারা?
মেগা নিলামে বিদেশি খেলোয়াড়দের রেজিস্টার করতে হবে: এদিকে, বিদেশি খেলোয়াড়দের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল মেগা নিলামের জন্য তাঁদের রেজিস্টার করতে হবে। যদি তাঁরা এটি না করেন সেক্ষেত্রে তাঁরা IPL (Indian Premier League) ২০২৬-এর মিনি নিলামে অংশ নিতে পারবেন না। এদিকে, নিলামে বিক্রি হওয়ার পর যদি কোনও খেলোয়াড় নিজের নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে তাঁকে তিন বছরের জন্য IPL থেকে নিষিদ্ধ করা হবে। তবে, চোটের ক্ষেত্রে তিনি এটি করতে পারেন। যদিও, তার জন্য তাঁকে তাঁর বোর্ডের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হবে।