অবশেষে প্রতীক্ষার অবসান! এই দিন থেকে শুরু হতে চলেছে IPL, সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। দেশের জনপ্রিয় T20 টুর্নামেন্ট IPL (Indian Premier League) চলতি বছরে কবে থেকে শুরু হচ্ছে সেই দিনক্ষণ সামনে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৫-এর IPL আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা রবিবার এই তথ্য জানিয়েছেন। মিডিয়ার সাথে কথা বলার সময়ে তিনি জানান যে, এই টুর্নামেন্টের ১৮ তম সংস্করণ আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি আগামী ২৫ মে সম্পন্ন হবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।

২৩ মার্চ থেকে শুরু IPL (Indian Premier League):

জানিয়ে রাখি যে, রবিবার সম্পন্ন হওয়া BCCI-এর স্পেশাল জেনারেল মিটিংয়ে নতুন কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়া এবং সচিব সত্যজিৎ সাইকিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জয় শাহ এবং আশিস শেলারের পদত্যাগের পর এই দু’টি পদই শূন্য ছিল। সাইকিয়া এবং ভাটিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর পাশাপাশি, এই বৈঠকে ওমেন্স প্রিমিয়ার লিগের (WPL) ভেন্যু সম্পর্কেও আলোচনা হয়।

 


চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড কবে ঘোষণা করা হবে: ইতিমধ্যেই সামনে এসেছে IPL (Indian Premier League) শুরুর দিন। এদিকে, আগামী ১৮ থেকে ১৯ জানুয়ারি সম্পন্ন হতে চলা পরবর্তী বৈঠকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড চূড়ান্ত করার বিষয়ে মনোনিবেশ করা হবে। জানিয়ে রাখি যে, গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

আরও পড়ুন: BCCI-তে এন্ট্রি নিলেন নয়া সচিব! জয় শাহের স্থলাভিষিক্ত হলেন কে?

এদিকে, তারপরের তিনটি ODI ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। ভারত তার সমস্ত ম্যাচ দুবাইতে হাইব্রিড মডেলের অধীনে খেলবে এবং অন্যান্য দলের ম্যাচগুলি স্বাগতিক দেশ পাকিস্তানে খেলা হবে।

আরও পড়ুন: এবার বিরাট নজির গড়লেন আম্বানি কন্যা! এই সংস্থার সাথে মেলালেন হাত, অবাক গোটা বিশ্ব

মেগা নিলামে টাকা খরচ হয়েছে: জানিয়ে রাখি যে, গত বছরের শেষে সম্পন্ন হওয়া মেগা নিলামে নতুনভাবে দল সাজিয়েছে IPL (Indian Premier League)-এর ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে, নিলামের পর্বে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ২৭ কোটি টাকায় বিক্রি হওয়ার পরে নজির গড়েছেন। শুধু তাই নয়, তিনি IPL-এর ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও, শ্রেয়াস আইয়ার (২৬.৭৫ কোটি টাকা) এবং ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি টাকা) পেয়েছেন। যদিও, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ এবং শার্দুল ঠাকুরের মতো খেলোয়াড় অবিক্রিত থেকে গেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর