IPL 2025-এর মেগা নিলামে আসছে বড় পরিবর্তন! কপাল খুলবে তরুণ খেলোয়াড়দের

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের বৃহত্তম T20 লিগ হিসেবে বিবেচিত হয় IPL (Indian Premier League)। সমগ্র বিশ্বজুড়ে এই টুর্নামেন্টে ঘিরে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম মরশুমের আগে মেগা নিলামের দিকে এখন সবার নজর রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IPL-এর এই মেগা নিলামে একাধিক পরিবর্তন হতে চলেছে। শুধু তাই নয়, এর ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন তরুণ খেলোয়াড়েরাও।

IPL (Indian Premier League)-এর মেগা নিলামে পরিবর্তন:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নিলামে খেলোয়াড়দের মিনিমাম বিডের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত বছর পর্যন্ত, এক্ষেত্রে সর্বনিম্ন দর ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু, এবার তা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, এক্ষেত্রে ১০ লক্ষ টাকার বৃদ্ধি ঘটানো হয়েছে। এমতাবস্থায়, একজন খেলোয়াড়কে কেনা হলে তিনি ন্যূনতম ৩০ লক্ষ টাকা পাবেন।


IPL-এর মেগা নিলামে পরিবর্তন আসবে: এর আগে দলগুলির পার্স ভ্যালু বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। গত মরশুম পর্যন্ত, সমস্ত IPL (Indian Premier League)ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ পার্স ভ্যালু ছিল ১০০ কোটি টাকা। যা এখন বাড়িয়ে ১২০ কোটি টাকা করা হয়েছে। দলগুলির পার্স ভ্যালু বৃদ্ধির কারণে নিলামে খেলোয়াড়দের এখন বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, অভিজ্ঞ খেলোয়াড়রা রিটেনশনের ক্ষেত্রেও বিপুল পরিমাণ অর্থ পেতে পারেন।

আরও পড়ুন: ভারতের সাথে বিরোধের জের! এবার ঘুম উড়ল জাস্টিন ট্রুডোর, চরম সঙ্কটে কানাডার সরকার

তবে,শুধু মেগা নিলাম নয়, এবার IPL (Indian Premier League)-এ আরও কিছু পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই BCCI সেক্রেটারি জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার প্লেয়িং-১১-এ খেলা প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি হিসেবে ৭.৫ লক্ষ টাকা দিতে হবে। এই জন্য, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মরশুমের জন্য ম্যাচ ফি হিসাবে ১২.৬০ কোটি টাকা বরাদ্দ করবে।

আরও পড়ুন: ধনতেরাসে কপাল খুলল আম্বানির! পেলেন ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা, লক্ষ্মীলাভ আদানিরও

এই প্রসঙ্গে জয় শাহ তাঁর বিবৃতিতে জানান, “IPL (Indian Premier League)-এ ধারাবাহিকতা এবং চ্যাম্পিয়ন পারফরম্যান্স উদযাপন করার জন্য একটি বড় পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের ক্রিকেটারদের জন্য প্রতি ম্যাচে ৭.৫ লক্ষ টাকা ম্যাচ ফি চালু করতে আগ্রহী। এদিকে, যাঁরা এক মরশুমে সমস্ত লিগ ম্যাচ খেলবেন সেই ক্রিকেটাররা কন্ট্রাক্ট প্রাইস ছাড়াও ১.০৫ কোটি পাবেন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর