IPL-এ খেলতে পাকিস্তান থেকে আসছেন ক্রিকেটার! যোগ দেবেন এই দলে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে IPL (Indian Premier League) ২০২৫ থেকে ছিটকে গেছেন। এমন পরিস্থিতিতে পাঞ্জাব কিংস তাঁর রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাঞ্জাব কিংস এমন একজন খেলোয়াড়কে বেছে নিয়েছে যিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন। এই খেলোয়াড় সাম্প্রতিক অতীতে T20 ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে তিনি এখনও কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

IPL (Indian Premier League)-এ খেলতে পাকিস্তান থেকে আসছেন খেলোয়াড়

IPL খেলতে পাকিস্তান থেকে আসছেন খেলোয়াড়: এমতাবস্থায়, গ্লেন ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট হিসেবে পাঞ্জাব কিংস (Indian Premier League) তাদের দলে অস্ট্রেলিয়ান আনক্যাপড অলরাউন্ডার মিচেল ওয়েনকে অন্তর্ভুক্ত করেছে। মিচেল ওয়েন বর্তমানে পাকিস্তান সুপার লিগে বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমির হয়ে খেলছেন।

Indian Premier League new player update.
মিচেল ওয়েন

চলতি মরশুমে পেশোয়ার জালমি ৭ টি ম্যাচ খেলেছে এবং মিচেল ওয়েন প্রতিটি ম্যাচেই প্লেয়িং ১১-এর অংশ ছিলেন। তবে জানা গিয়েছে যে, PSL শেষ হওয়ার পর তিনি পাঞ্জাব দলের অংশ হবেন। পাকিস্তানের এই টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হবে ১৮ মে। এমন পরিস্থিতিতে, IPL- (Indian Premier League)-এর প্লে অফের ম্যাচে পাঞ্জাবের হয়ে মিচেল ওয়েন থাকবেন। যদিও, বর্তমানে প্লে-অফে পাঞ্জাবের স্থান নিশ্চিত নয়।

আরও পড়ুন: কড়া অ্যাকশন ভারতের! দিল্লির এই ১২ টি পদক্ষেপই কোণঠাসা করবে ইসলামাবাদকে

জানিয়ে রাখি যে, ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচেল ওয়েন এখনও পর্যন্ত ৩৪ টি T20 ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২৫.৮৪ এভারেজে ৬৪৬ রান করেছেন যার মধ্যে ২ টি সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, বোলার হিসেবে তিনি ১০ টি উইকেটও নিয়েছেন। পাঞ্জাব কিংস তাদের দলে মিচেল ওয়েনকে অন্তর্ভুক্ত করতে ৩ কোটি টাকা খরচ করেছে।

আরও পড়ুন: ১৪ বছরের বৈভব সূর্যবংশী টিম ইন্ডিয়ায় করতে পারবেন না ডেবিউ! অবাক করবে কারণ

বিগ ব্যাশ লিগ ২০২৫-এর হিরো: এই বছর, অস্ট্রেলিয়ায় সম্পন্ন হওয়া বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনস দল শিরোপা জিতেছে। এই দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। যেখানে মিচেল ওয়েনের অবদান সবচেয়ে বেশি ছিল। ফাইনালে, তিনি ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন এবং ২৫৭ স্ট্রাইক রেটে ৪২ বলে ১০৮ রান করে তাঁর দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেন। তিনি ওই সেঞ্চুরির ইনিংস ১০ টি ছক্কা এবং ৫ টি চার মারেন। ফাইনাল ম্যাচে সিডনির দল ১৮৩ রানের টার্গেট নির্ধারণ করেছিল। যা মিচেল ওয়েনের বিস্ফোরক ইনিংসের ওপর ভিত্তি করে হোবার্ট মাত্র ১৪.১ ওভারে তাড়া করে ফেলে। পুরো মরশুমে তিনি ১১ টি ইনিংস খেলেছেন এবং ৪৫-এর এভারেজে এবং ২০৩ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৪৫২ রান করেছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X