বাংলাহান্ট ডেস্ক : রেলে (Indian Rail) যাত্রা করলে বেশ কিছু সুবিধা পান রেলযাত্রীরা। এবার হয়তো মনে আসতে পারে, কোন কোন সুবিধা (Facilities) পাওয়া যায়? প্রথমেই বলি,এসি কোচে ফ্রি বেডরোল সুবিধা নিয়ে। AC1, AC2, বা AC3 কোচে যাত্রা করলে কম্বল, বালিশ, দুটি বেডশিট এবং একটি হ্যান্ড টাওয়েল একেবারে বিনামূল্যে প্রদান করবে ভারতীয় রেলওয়ে।
বিনামূল্যে রেলের (Indian Rail) থেকে প্রাপ্ত কিছু সুবিধা
যদিও এইসব জিনিসের জন্য ২৫ টাকা চার্জ নেওয়া হয় গরিব রথ এক্সপ্রেসে। বেশ কয়েকটি বিশেষ ট্রেনের স্লিপার কোচে যাত্রীদের বেডরোল বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও, রেলে (Indian Rail) যাত্রা করলে বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে থাকেন যাত্রীরা। কোন কারনে যদি যাত্রীরা অসুস্থতা বোধ করেন, তাহলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিয়ে থাকে রেল।
আরোও পড়ুন : জমাবেন ৫ লাখ, হাতে আসবে ১৫ লক্ষ টাকা! কতদিন সময় লাগবে জানেন? জাস্ট মাথায় রাখুন এই ফর্মুলা
তবে অবস্থা গুরুতর হলে, পরবর্তী স্টেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাজধানী শতাব্দী কিংবা দুরন্ত এক্সপ্রেসের মত প্রিমিয়াম কোয়ালিটির ট্রেনে (Train) যাতায়াত করলে, ট্রেন আসতে দেরি হলে বিনামূল্যে খাবার দেওয়া হয় যাত্রীদের। ট্রেন যদি দু’ঘণ্টা বা তার বেশি দেরি করে তাহলে ফ্রিতে খাবার প্রদান করে রেলওয়ে।
পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে কোন স্টেশনে যদি কিছু সময় কাটাতে হয় তাহলে, রেলওয়ে স্টেশনের এসি হোক বা নন এসি ওয়েটিং হলে আপনি বিশ্রাম নিতে পারেন বিনামূল্যে। দেশের বিভিন্ন স্টেশনে ফ্রিতে ওয়াইফাই সুবিধা প্রদান করে ভারতীয় রেলওয়ে। আপনার ট্রেন দেরি করলে কিংবা আগে পৌঁছে গেলে এই ফ্রি ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি।
যাত্রীদের রেল যাত্রাকে আরামদায়ক করে তুলতে ভারতীয় রেল (Indian Rail) বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। কিন্তু অনেকেই সেই সুবিধাগুলো সম্পর্কে খুব একটা অবগত নন। তাই পরবর্তী সময় যখন ট্রেনে ভ্রমণ করবেন, সুবিধাগুলি আগে থাকতে জেনে নিন। বিশেষ করে বিনামূল্যে যে সুবিধা গুলি পাবেন, সেগুলি সম্পর্কে ভালো করে জেনে নিন। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন সবসময়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার