মুশকিল আসান! শিয়ালদহ স্টেশনে আসছে নতুন অ্যাপ! মুহূর্তে মিলবে সব আপডেট 

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Rail) আমাদের দেশের লাইফ লাইন! প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেনে চেপে দূর-দূরান্তে সফর করে থাকেন। বিশেষ করে রোজকার অফিস যাত্রীদের জন্য অত্যন্ত ভরসার একটি গণপরিবহন মাধ্যম ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবে প্রতিনিয়ত রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। একইভাবে এবার যাত্রীদের সুবিধার জন্য চালু করা হলো একটি বিশেষ অ্যাপ।

শিয়ালদহ স্টেশনে আসছে নতুন অ্যাপ (Indian Rail)

শিয়ালদহ স্টেশনে আসা ট্রেনগুলির যাবতীয় তথ্য পেতে এবার চালু করা হয়েছে একটি যাত্রীবান্ধব অ্যাপ। এই অ্যাপের সাহায্যে এবার ট্রেনের সমস্ত খুঁটিনাটি তথ্য পাওয়া হয়ে উঠেছে আরও সহজ। স্মার্টফোনের এই অ্যাপে ক্লিক করলেই লোকাল ট্রেন (Indian Rail) সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে হাতের মুঠোয়।

কীভাবে পাবেন এই অ্যাপের সুবিধা?

এখনকার দিনে কম বেশি সবার হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। তাই এই অ্যাপের সুবিধা পাওয়াও খুব সহজ। প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে ‘শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম’ (এসএসটিএস) এই নাম দিয়ে সার্চ করতে হবে। তারপরেই মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে নির্দিষ্ট অ্যাপ। তারপর প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করলেই পাওয়া যাবে যাবতীয় সুবিধা। শিয়ালদা ডিভিশনের অফিসারদের তৈরি এই নতুন প্রযুক্তির অ্যাপ থেকে দেশের ব্যস্ততম স্টেশন শিয়ালদহ’র সমস্ত লোকাল ট্রেনের যাবতীয় তথ্য চলে আসবে হাতের মুঠোয়।

কি কি সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে?

উদাহরণ দিয়ে একজন রেলকর্তা জানিয়েছেন কেউ যদি কল্যাণী লোকাল ধরবেন বলে ঠিক করেন তাহলে সেক্ষেত্রে আগে থেকে স্টেশনে পৌঁছে গিয়ে আর ডিসপ্লে বোর্ড দেখার জন্য হুড়োহুড়ি করতে হবে না। এবার থেকে এই অ্যাপের সাহায্যেই কল্যাণী লোকালের টাইমিং, কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে এমনই সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে। একই সাথে এই ট্রেনটির গন্তব্য স্টেশনে পৌঁছানোর সম্ভাব্য সময়ও আগে থেকেই দেখা যাবে।

জানা যাচ্ছে, মোবাইল স্ক্রিনে এই সমস্ত তথ্য তিন সেকেন্ড অন্তর-অন্তর আপডেট হতে থাকবে। এই অ্যাপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যের লোকাল ট্রেনের রিয়েল টাইম নিমেষের মধ্যে হাতে চলে আসবে যাত্রীদের। তাই এবার থেকে শিয়ালদহ স্টেশনে কত নম্বর প্লাটফর্ম থেকে, কোন ট্রেন,কোন সময় রওনা দিচ্ছে বা এসে পৌঁছাচ্ছে সেই সমস্ত গতিবিধির আসল তথ্য জানা যাবে এই অ্যাপের সাহায্যে। এছাড়াও এই ট্রেনটি কত বগির কিংবা ট্রেনটি গ্যালপিং কিনা সেই তথ্যও জানা যাবে।

আরও পড়ুন: তলানিতে দক্ষিণের সম্পত্তিকর আদায়! ‘শূন্য ভাঁড়ার’ কলকাতা পুরসভার

রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই শিয়ালদহ ডিভিশনে চলা কোন লোকাল ট্রেন কখনও বাতিল হলে কিংবা ট্রেন টাইমের চলাচলের সময়ের হেরফের হলেও সেই সমস্ত তথ্য এই অ্যাপের সাহায্যে নিমেষের মধ্যে জেনে যাবেন যাত্রীরা। জানা যাচ্ছে, এসএসটিএস অ্যাপের ‘নোটিফিকেশন’ অপশনে গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য শিয়ালদহ ডিভিশনের শাখায় মোট তিনটি লাইন রয়েছে নর্থ,সাউথ এবং মেইন। বর্তমানে লোকাল এবং দূরপাল্লার ট্রেন (Indian Rail) মিলিয়ে প্রতিদিন ৮০০-রও বেশি ট্রেন চলাচল করছে শিয়ালদহ দিয়ে। এই স্টেশন দিয়ে দৈনিক ১৫ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন।

Indian Railways 20250131 143046 0000

রেলকর্তাদের দাবি পূর্ব রেলের চারটি ডিভিশনের মধ্যে এখনও পর্যন্ত শিয়ালদহতেই এই অ্যাপ কার্যকর করা হয়েছে। সূত্রের খবর ১২১টি রেকে এখনও পর্যন্ত জিপিআরএস ডিভাইস লাগানো রয়েছে। যার মাধ্যমে লোকালের (Indian Rail) যাবতীয় তথ্য চলে আসে হাতের নাগালে। আগামী দিনে শিয়ালদহ থেকে ছাড়া দূরপাল্লার ট্রেনের জন্যও এই ব্যবস্থা করা যেতে পারে বলেই আশাবাদী রেল কর্তারা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর