ভারতের মুকুটে নয়া পালক! তৈরী হল ১১১ কিমি দৈর্ঘ্যতা সম্পন্ন দেশের দীর্ঘতম ‘এসকেপ টানেল’

বাংলা হান্ট ডেস্কঃ রেকর্ড গড়ে দেশের মুকুটে আরও এক নতুন পালক যুক্ত করল ভারতীয় রেলওয়ে (Indian Railway)। ভারতের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) নির্মিত হল দেশের দীর্ঘতম (Longest) “এসকেপ টানেল” (Escape Tunnel)। যা ১১১ কিলোমিটার দীর্ঘ।

ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কের অধীনে বানিহাল-কাটরা সেকশনে নির্মিত ১২.৮৯ কিমির এই টানেলটি ভারতের দীর্ঘতম “এসকেপ টানেল”। রেলের আধিকারিকদের মতে, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজের সুবিধার জন্য এই এস্কেপ টানেলটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, হিমালয়ের কোলে এই সুড়ঙ্গ তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বটে, তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে নজির স্থাপন করে গড়ে উঠেছে দেশের দীর্ঘতম এই টানেলটি।

longest escape tunnel

এবার বিস্তারিত জেনে নিন এই টানেলের ৫ টি অসাধারণ বৈশিষ্ট :

১)কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি বানিহাল-কাটরা রুটের চতুর্থ টানেল। চলতি বছরের জানুয়ারিতে, টি-৪৯ নামক ১২.৭৫ কিমির এই টানেলটি সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করা হয়েছে নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি (NATM), ড্রিল এবং বিস্ফোরণ প্রক্রিয়ার একটি আধুনিক কৌশল দ্বারা।

২) এই সুড়ঙ্গ ভারতের সবথেকে বড় এসকেপ টানেল, যা বিপর্যয়ের সময়ে নিরাপদভাবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দ্রুততার সাথে পৌঁছে যেতে সাহায্য করবে।

৩) অনেকটা ঘোড়ার নালের আকারের এই সুড়ঙ্গ। এই টি-৪৯ সুড়ঙ্গটি আদতে জোড়া টিউব সুড়ঙ্গ, যা মূল সুড়ঙ্গ ও এসকেপ সুড়ঙ্গের অন্তর্ভূক্ত।

৪) মোট ৩৩টি ক্রস-প্যাসেজের সঙ্গে সংযুক্ত রয়েছে এই দীর্ঘতম এই সুড়ঙ্গ।

৫)হিমালয়ের রামবান অঞ্চলের উপর দিয়ে এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গের পাশ দিয়েই অতিবাহিত হয়েছে খরস্রোতা চেনাব নদী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর