ভারতীয় রেল এবার কোভিড -১৯ মোকাবিলা করার জন্যে পিপিই কিট (ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম) প্রস্তুত করেছে। যার সাহায্য আবার অনেক মানুষ উপকার পাবে। এই পিপিই কিটটি উত্তর রেলের জগদ্ধাত্রী কর্মশালায় প্রস্তুত করা হয়েছে। রেলওয়ের তৈরি এই কিটটিও ডিআরডিও পরীক্ষায় পাস করেছে।এবার শুধুই বানিয়ে বাজারে আনার অপেক্ষা।
কিছু দিন আগেই মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ইসরোর প্রতিজন কর্মী, বিজ্ঞানী, গবেষক তাঁদের একদিন বেতন দান করবেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে। গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন।
কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।
তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।জানা গেছে কম দামে ভেন্টিলেটর, টেস্ট-কিট, স্বাস্থ্যকর্মীদের জন্য সংক্রমণ ঠেকানোর বিশেষ পোশাক, পিপিই সরবরাহ করবে দেশের চার বড় আইআইটি।