বাংলাহান্ট ডেস্ক : উচ্চশিক্ষিত হয়েও চাকরির আশায় হাপিত্যেশ করে যাচ্ছেন বহু যুবক যুবতীরা। দিন দিন বেড়েই চলেছে বেকারের সংখ্যা। আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। IRCTC এর পক্ষ থেকে নিয়োগের ঘোষণা করা হল। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগ হবে কনসালট্যান্ট (ট্যুরিজম) পদে। IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ করতে চলেছে। কলকাতা ও গুয়াহাটিতে হবে কর্মস্থল। আবেদনের শেষ দিন আগামী ২১শে জুলাই। এরপর যদি আবেদনের সময়সীমা বদল করা হয় তাহলে তা জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে।
রেলের অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়াররা এই পদে আবেদনের যোগ্য। এছাড়াও ওই ব্যক্তির ভারতীয় রেলের ইয়ার্ড ওয়ার্কিং এলএইচবি রেক মেনটেনেন্স, অপারেশনাল অ্যান্ড অ্যাক্সিডেন্ট নিয়মবিধি সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যিক। হাওড়া, শিয়ালদহ এবং সাঁতরাগাছিতে ইআর/ এসইআর এবং এনএফআর সম্পর্কিত কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
২১ জুলাই পর্যন্ত ৬৪ বছরের মধ্যে বয়সীরা আবেদনের যোগ্য। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তারপর নেওয়া হবে ইন্টারভিউ। সেখান থেকেই দেওয়া হবে নিয়োগ। আইআরসিটিসি জানিয়েছে মোট শূন্য পদের সংখ্যা দুটি। এই নিয়োগগুলি ছয় মাসের জন্য করা হবে আইআরসিটিসির পক্ষ থেকে।
আবেদন করার বিস্তারিত নিয়ম উল্লেখ রয়েছে ওয়েবসাইটে। আবেদন পত্র ও নথি সহ ইচ্ছুক প্রার্থীরা দ্যা গ্রুপ জেনারেল ম্যানেজার , ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিসম কর্পোরেশন লিমিটেড, 3, একতলা, কয়লাঘাট স্ট্রিট, কলকাতা 700001-এই ঠিকানায় পাঠাতে পারেন। এছাড়াও অনলাইনে সমস্ত নথি স্ক্যান করে আপনারা পাঠাতে পারেন- hrdkolkata@irctc.com– এ।