বাংলাহান্ট ডেস্ক : বিদেশ ভ্রমণের শখ আমাদের অনেকেরই থাকে। তবে পকেটের কথা চিন্তা করে অনেকেই সেই শখ দমিয়ে রাখেন। এবার আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) এমন একটি উদ্যোগ নিয়েছে যার ফলে আপনিও আপনার বিদেশ ভ্রমণের শখ পূরণ করতে পারেন।
আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) দুর্দান্ত অফার
আইআরসিটিসি এক্সোটিক থাইল্যান্ড (Thailand) এক্স জয়পুর নামক এটি ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে ব্যাংকক ভ্রমণের জন্য। এই প্যাকেজে খুব সস্তায় থাকছে থাইল্যান্ডে ৫ রাত ৬ দিন কাটানোর সুযোগ। থাইল্যান্ডের প্রধান শহর ব্যাংকক এবং পাটায়ার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করানো হবে এই প্যাকেজের মাধ্যমে।
থাকা-খাওয়া থেকে শুরু করে ভ্রমণ, কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না পর্যটকদের। এছাড়াও থাকছে ভ্রমণ বিমা। জানা গেছে, আইআরসিটিসির (Indian Railway Catering and Tourism Corporation) এই ট্যুর প্যাকেজ শুরু হবে জয়পুর থেকে। জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়বে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, সাড়ে ৭টায়।
আরোও পড়ুন : মদ্যপান করে ধরেছিলেন স্টিয়ারিং, দুরন্ত গতিতে ৩ নাবালিকাকে পিষে দিল সহকারী বিডিও-র গাড়ি
বিমানটি ব্যাংকক পৌঁছাবে ১১টা ৫ মিনিটে। পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে একটি থ্রি স্টার হোটেলে। এছাড়াও সম্পূর্ণ ভ্রমণকালে পর্যটকদের সাথে থাকবেন একজন ট্যুর গাইড। ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে শুরু করে ডিনার, প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে সবই। এই প্যাকেজের আওতায় একা ভ্রমণ করতে চাইলে মাথাপিছু খরচ হবে ৬২,৮৪৫ টাকা। ডাবল এবং ট্রিপল শেয়ারিংয়ে জনপ্রতি খরচ পড়বে ৫৪,৭১০ টাকা।
আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন এই ভ্রমণ প্যাকেজ। ভ্রমণ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন এই নম্বরগুলিতে – ৮৫৯৫৯৩০৯৯৮, ৮৫৯৫৯৩০৯৯৬ অথবা ভিজিট করতে পারেন আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে। IRCTC এক্সোটিক থাইল্যান্ড এক্স জয়পুর নামক ট্যুর প্যাকেজটির কোড – NJO05।