ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে ভারতীয় রেল (indian Railway) বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালালেও তা প্রয়োজনীয় সংখ্যার তুলনায় অনেকটাই কম। যার ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের পড়তে হচ্ছে বিশাল সমস্যার মুখে। এবার সেই সমস্যা সমাধানের জন্যই অতিরিক্ত ‘ক্লোন’ ট্রেন (clone train) চালানোর সিদ্ধান্ত নিল রেল। আসুন জেনে নি ‘ক্লোন’ ট্রেন কি? ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কি কি সুবিধা পাবেন?

irctc indian railway engine fbfeed

ক্লোন ট্রেন কি?
ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে, যে স্পেশাল ট্রেনের চাহিদা অত্যন্ত বেশী সেই ট্রেনগুলির ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। যেটি মূল ট্রেনের আগেই পৌঁছে যাবে গন্তব্যে। মূল ট্রেন ও অতিরিক্ত ট্রেনটির নাম্বার একই থাকবে। তবে এই ট্রেন সব স্টেশনে দাঁড়াবে না। শুধু নির্দিষ্ট কিছু বড় বড় স্টেশনে দাঁড়াবে।

রেলের তরফে আগামী ১৫ দিনের মধ্যেই ধাপে ধাপে চালু হতে পারে এই ক্লোন ট্রেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়ে যাবে৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, কোন কোন স্পেশাল ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ তা খতিয়ে দেখেই চালু হবে ক্লোন ট্রেন।

কি কি সুবিধা পাবেন যাত্রীরা?
শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরাই এই ট্রেনে চড়তে পারবেন। রিজার্ভেশন লিস্ট চূড়ান্ত হওয়ার পরই ক্লোন ট্রেনের সিট নম্বর দেওয়া হবে। ক্লোন ট্রেনটি হবে থ্রি টায়ার এসি। সব মিলিয়ে মূল ট্রেনের সংরক্ষণ তালিকায় নাম না থাকলেও ‘ক্লোন’ ট্রেনে নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা। রেল মনে করছে এটাই ‘ক্লোন’ ট্রেন চালু করার সেরা সময়। রেকগুলিকে ফেলে না রেখে উপযুক্ত ভাবে ব্যাবহার করা ভালো।

 

সম্পর্কিত খবর