সবাইকে দেওয়া হবে না লোকাল ট্রেনের টিকিট, ভিড় কমাতে নয়া পন্থা রেলের

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে দীর্ঘদিন যাবৎ এমনিতেই বন্ধ ছিল রেল পরিষেবা। কিছু স্পেশাল ট্রেন ছাড়া সেভাবে কোন লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এই বিশেষ ট্রেন গুলিতেও লাগাতার ভিড় বাড়াচ্ছেন সাধারন মানুষ। কার্যত ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলাচলের অনুমতি থাকলেও, বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। একেবারে প্রাক করোনা কালের মতই ঠাসাঠাসি ভিড় করে যাতায়াত করছেন যাত্রীরা। অবশেষে ৩১ অক্টোবর থেকে টাইম টেবল মেনে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

যদিও এখনও রয়েছে কোভিড বিধি। সরকারি তরফে পরিষ্কার জানানো হয়েছে ৫০% এর বেশি যাত্রী কোন ট্রেনেই যাতায়াত করতে পারবেন না। কিন্তু নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে পালিত হচ্ছে না, ভিড় করেই ট্রেনে যাতায়াত করছেন সাধারণ মানুষ। এবার এই ভিড় কমাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল। সাধারণভাবে কাউন্টার থেকে এখনও মিলছে লোকাল ট্রেনের টিকিট। এবার ভিড় কমানোর জন্য মুম্বাই শাখায় ভাবনা চিন্তা চলছে টিকিটের অ্যাপ ইউটিএস (আনরিজার্ভ টিকেটিং সিস্টেম)-এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কো-উইনকে যুক্ত করার।

এই ভাবনায় সীলমোহর পড়লে কেবল মাত্র তারাই টিকিট কাটতে পারবেন যারা ইতিমধ্যেই দুটি টিকা নিয়ে নিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণরূপে ভ্যাক্সিনেশন সম্পন্ন না হলে লোকাল ট্রেনে যাতায়াত করা যাবে না। রেলের তরফে জানানো হয়েছে এক্ষেত্রে ভ্যাক্সিনেশন সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কারণ তাতে টিকা গ্রহণকারীর কোন ছবি থাকে না। আর সেই কারণেই টিকিটের অ্যাপ ইউটিএস (আনরিজার্ভ টিকেটিং সিস্টেম)-এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কো-উইনকে যুক্ত করার ভাবনা চিন্তা চলছে।

railway authorities are ready for driving local train, waiting for mamata banerjee's instructions

কো উইন এবং ইউটিএস দুটি অ্যাপই সর্বভারতীয়। তাই একবারে নিয়ম লাগু হলে তা সারা ভারতজুড়েই প্রযোজ্য হতে পারে। যদিও পশ্চিমবঙ্গে এই নিয়ম এখনই লাগু হচ্ছে কিনা তা নিয়ে মুখ খোলেনি পূর্ব বা দক্ষিণ পূর্ব রেলওয়ে।পশ্চিম ও মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। আগামী দিনে এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্ট।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর