লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইনের পরিষেবা

বাংলা হান্ট ডেস্কঃ সকাল হতেই রেল স্টেশনগুলিতে (Indian Railway) শুরু হয়ে যায় যাত্রীদের আনাগোনা। অফিস টাইমে তো স্টেশনগুলি রীতিমতো গমগম করে। এমতাবস্থায় যদি ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাহলে ভোগান্তির মুখে পড়তে হয় অগুনতি মানুষকে। মঙ্গলবার এমনটাই ঘটেছে। অফিসের ব্যস্ত সময়ে লোকাল ট্রেন (Local Train) পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। যে কারণে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।

এদিন পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনে লিলুয়ার (Liluah) কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। যে কারণে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। আপাতত আপ লাইন ধরে আস্তে আস্তে ট্রেন এগোলেও, ডাউন লাইনে বহুক্ষণ ধরে ট্রেন চলছে না। হাওড়াগামী (Howrah) লোকাল ট্রেন না চলায় সমস্যার মুখে পড়েছেন অগুনতি যাত্রী।

   

পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, আজ সকালে শেওড়াফুলি থেকে একটি খালি লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা দেয়। হাওড়ার ঠিক আগের স্টেশন তথা লিলুয়ার কাছে ওই ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। তবে সেটি লাইনচ্যুত হয়ে যায়। সকাল ৭:১০ নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর।

আরও পড়ুনঃ যাদবপুরে প্রার্থী বাছাইয়ে ভুল? বোমা ফাটান মমতা, ভোটের মধ্যেই মুখ খুললেন সায়নী, তোলপাড়!

এদিকে ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার দরুন ডাউন লাইনে ট্রেন পরিষেবা থমকে যায়। পরপর নানান স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে যায়। বর্ধমান-হাওড়া, ব্যান্ডেল-হাওড়া শাখার একাধিক ট্রেন নানান স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যে কারণে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের।

Train derailed at Liluah station

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে এসেছে। রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করার আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘দ্রুত পরিষেবা ফের স্বাভাবিক করার কাজ চলছে। কেন লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, তা তদন্ত করে দেখা হবে। রেলকর্মী এবং যাত্রীদের সুরক্ষা সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে। সেই জন্য আমাদের যা যা দরকার, আমরা সব করব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর